নিজস্ব সংবাদদাতা : ভালো আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শনিবার সকালে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে পুরোপুরি সংকটমুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী । আজ সকাল সাড়ে ১১টা নাগাদ হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে জানানো হয়েছে, ৭৬ বছরের বুদ্ধদেব ভট্টাচার্য বর্তমানে বিপদমুক্ত। গত রাতে পর্যাপ্ত ঘুম হয়েছে তাঁর। জ্ঞানও রয়েছে। কথা বলতেও পারছেন। রক্তচাপ ও মূত্রত্যাগের পরিমাণও সম্পূর্ণ স্বাভাবিক। এদিনই সরিয়ে দেওয়া হতে পারে তাঁর ইউরিনারি ক্যাথিটারও। তবে এখনও অ্যান্টি বায়োটিক ও অন্যান্য ওষুধগুলি দেওয়া হচ্ছে তাঁকে। অর্থাত্ সব ঠিকঠাক থাকলে শীঘ্রই তাঁকে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হবে বলেই হাসপাতাল সূত্রে খবর।অ্যাকিউট সিওপিডি রয়েছে তাঁর। দিন চারেক আগে প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় বর্ষীয়ান সিপিএম নেতাকে। অক্সিজেন স্যাচুরেশন প্রায় ৬৮ তে নেমে গিয়েছিল। কিন্তু সেই বিপজ্জনক অবস্থা অনেকটা কেটেছে। বুদ্ধদেববাবুর এখন অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ৯৮। এই বয়সের সিওপিডি আক্রান্তদের ক্ষেত্রে যা ভাল বলেই মত চিকিত্সকদের। বুদ্ধদেব ভট্টাচার্যের হিমোগ্লোবিন, ক্রিয়েটিনিন-সহ রক্তের একাধিক বিষয়ের মাপকাঠি স্বাভাবিক রয়েছে। রক্তচাপও স্বাভাবিক। ওঠানামা করছে না। তাঁকে নল দিয়ে খাবার দেওয়া হচ্ছে। এখন ক’দিন তেমনই চলবে। একইসঙ্গে চলবে বিভিন্ন অ্যান্টিবায়োটিক ও স্টেরয়েড। গতকাল দুপুরেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ভেন্টিলেটর সাপোর্ট থেকে বের করে আনা হয়েছিল। তারপর তিনি স্ত্রী মীরা ভট্টাচার্য ও মেয়ে সুচেতনার সঙ্গে দেখা করে কথা বলেছিলেন। খোঁজ নিয়েছিলেন তপনবাবুরও। বাড়িতে বুদ্ধদেববাবুর দেখাশোনা করেন জনৈক তপনবাবু।
New Hopes New Visions
More Stories
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল
দিনভর নজর নিজামে, সিবিআই দফতরে অনুব্রত