নিজস্ব সংবাদদাতা : দীপাবলীর আগে শব্দবাজি নিয়ন্ত্রণ রাখতে তত্পর পুলিশ প্রশাসন। কালীপূজা ও দীপাবলির আগে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল বেলদা থানার পুলিশ। বেলদা থানার গুড়দলা এলাকা থেকে থেকে সতেরো বস্তা বাজি তৈরির কাঁচামাল, সালফার সহ নিষিদ্ধবাজি উদ্ধার করে বেলদা থানার পুলিশ। একই সঙ্গে বেশ কয়েক কেজি বারুদ ও উদ্ধার করা হয়। গোপন সূত্র মারফত খবর পেয়ে উক্ত এলাকায় দুটি জায়গায় এই শব্দবাজি উদ্ধার করে তারা। কালীপুজোর আগে এভাবে নিষিদ্ধ বজির বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ। দীপাবলির পূর্বে এই অভিযান অনেকটা স্বস্তি আনবে পরিবেশে। শব্দ বাজির ব্যবহারের ওপর আদালতের বিধি নিষেধ থাকলেও এক শ্রেণীর ব্যবসায়ীরা মুনাফা লাভের আশায় এই বাজি বিক্রি করেন ক্রেতাদের কাছে। নানারকম বিজ্ঞাপন সত্ত্বেও ক্রেতাদের মধ্যেও সচেতনতার অভাব রয়েছে। ফলে পুলিশের নজর এড়িয়ে কালীপুজোর রাতে শব্দ দানবের দৌরাত্ম বাড়ে।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন