নিজস্ব সংবাদদাতা : কলকাতা বিমান বন্দরে মৌমাছির আক্রমণ। শুনতে অবাক হলেও একদমই সত্য ঘটনা। প্রত্যক্ষদর্শীদের মতে, কলকাতা বিমান বন্দরে ঝাঁকে ঝাঁকে মৌমাছির দল এসে ভিস্তারা এয়ারলাইন্সের একটি এয়ারবাস-৩২০ নিও বিমানে হানা দেয়। এমনকি ককপিটের পিছনেও দলে দলে জায়গা করে তারা। আর এই মৌমাছি তাড়াতেই নাজেহাল অবস্থা বিমানবন্দরের কর্মীদের। কলকাতা বিমান বন্দরের আধিকারিকের মতে, কলকাতা বিমান বন্দরের পুরনো বেশ কিছু হ্যাঙ্গারে প্রায়ই বাসা বাঁধে এই মৌমাছি। গত বছরেও এই একই ভাবে এয়ার ইন্ডিয়ার বিমানে জড়ো হয়েছিল তারা, যার জেরে ফ্লাইট ডিলে হয়। এই বছর সেই ঘটনাই ঘটল ভিস্তারা এয়ারলাইন্সের এয়ারবাসে। পরপর দু’দিন মৌমাছিদের এই নিমন্ত্রণহীন, অযাচিত হানায় বিভ্রান্ত হয়ে পড়েন বিমানের কাছাকাছি থাকা কর্মীরা। তাঁদের মধ্যে কেউ জ্বালানি ভরছিলেন, কেউ বিমান পরিষ্কার করছিলেন, কেউ যাত্রীদের মালপত্র তুলছিলেন, কেউ আবার নিয়ে আসছিলেন খাবার। ইঞ্জিনিয়ারেরা তখন ব্যস্ত ছিলেন যন্ত্রপাতির পরীক্ষায়। যাত্রীরা না ওঠায় বিমানের অভ্যন্তর অবশ্য তখনও খালি। মৌমাছি তাড়াতে এরপর দমকলবাহিনীর ডাক পড়ে । উচ্চ ক্ষমতাসম্পন্ন জলের জেট দিয়ে এক নিমেষেই বিমান থেকে মৌমাছিগুলিকে নামিয়ে আনেন দমকল বাহিনীর সদস্যরা ।বিমানবন্দরের কর্তাদের কথায়, শীত পড়লেই খানিকটা বেশি চনমনে হয়ে ওঠে মৌমাছির দল। বিমানবন্দরের ভিতরে, মূলত পার্কিং বে-তে একটু বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা বিমানের গায়ে এসে বসে তারা। কখনও দরজা ফাঁকা পেয়ে ভিতরেও ঢুকে পড়ে গুটিকতক। কীটনাশক ব্যবহার করে তাড়াতে হয় তাদের।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন