নিজস্ব সংবাদদাতা : বিরল প্রজাতির পেঁচা উদ্ধার হল নদিয়ায়। পেঁচাটিকে শান্তিপুর পুরসভার আতা গোস্বামী পাড়া লেনের এক গৃহস্থ বাড়ির জানলা থেকে উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, শান্তিপুরের আতা গোস্বামী পাড়া লেনের গৃহস্থ বাড়ির এক সদস্য পেঁচা টিকে জখম অবস্থায় দেখতে পায়। এরপরে তড়িঘড়ি করে ওই বাড়ির সদস্য বনদফতরকে ফোন করে। এবিষয়ে গৃহস্থ বাড়ির সদস্যদের অভিযোগ, একাধিকবার ফোন করা হলেও বনদফতর আধিকারিকরা ফোনটা ধরেনি। পরে শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহার সঙ্গে যোগাযোগ করা হয় । ঘটনাটি জানাজানি হতে উপস্থিত হন বনদফতরের কর্মীরা। বনদফতরের আধিকারিক উত্তম গড়াই এই বিরল প্রজাতির পেঁচাটিকে উদ্ধার করেন । এবিষয়ে বনদফতরের আধিকারিক উত্তম গড়াই জানিয়েছেন, পেঁচাটিকে উদ্ধার করে শান্তিপুর বাহাদুরপুর পলাশগাছীতে নিয়ে যাওয়া হবে। এর পরেই পেঁচা টিকে প্রাথমিক চিকিৎসা করে সুস্থ করার চেষ্টা করা হবে।
New Hopes New Visions
More Stories
বাঁকুড়ার খাদি মেলার আজ শেষ দিন
জমে উঠেছে বাঁকুড়ার খাদি মেলা চলবে ২০ তারিখ পর্যন্ত
১৪৪ এর রক্তদান উৎসব নজির গড়ল রেকর্ড সংখ্যক রক্তদাতার