নিজস্ব সংবাদদাতা : ভুল প্রতিকৃতিকে স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার মূর্তি বলে অমিত শাহ আদিবাসী সমাজকে অপমান করেছে। এই অভিযোগে অমিত শাহের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে চিঠি পাঠাচ্ছেন এজেলার আদিবাসী সম্প্রদায়ের একাংশের মানুষজন। আর এর জন্য বাড়ি বাড়ি পোস্টকার্ড পৌঁছে দেওয়ার তোড়জোড় শুরু করেছেন তৃণমূল কর্মীরা। আদিবাসী ভোট টানতে যাকে তৃণমূলের মাস্টারস্ট্রোক বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বাঁকুড়ার তৃণমূল ভবনে একটি সাংবাদিক বৈঠক করেন বাঁকুড়ার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি শ্যামল সাঁতরা। তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভুল প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করার পর গত রবিবার বিরসা মুন্ডার জন্মদিনে বিজেপি সাংসদ সুভাষ সরকার ফের পুয়াবাগান মোড় সংলগ্ন প্রতিকৃতিতে মালা দিয়ে বিরসা মুন্ডার জন্মদিন পালন করেছেন। এর ফলে ক্ষোভ ফুটছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।আদিবাসী বিকাশ পরিষদের নেতা সুনীল মান্ডি বলছেন, আদিবাসী সমাজের মানুষজন বিরসা মুন্ডাকে ‘ভগবান’হিসেবে পুজো করেন। তাঁকে অপমানের জন্য ক্ষমা চাইতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit shah)-কে। প্রয়োজনে আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। পালটা বিজেপির তরফে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী যখন ঘোষণা করেছেন ওটা যার মূর্তিই হয়ে থাক এখন থেকে ওটা বিরসা মুন্ডারই মূর্তি।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন