নিজস্ব সংবাদদাতা : নতুন বছরের শুরুতেই জানুয়ারি মাসে বাবা হতে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। সেই সময় ভারতীয় দল অস্ট্রেলিয়া সফর চলবে। কোহলি তাই অ্যাডিলেড ওভালে প্রথম টেস্ট খেলে দেশে ফেরার জন্য বিসিসিআইয়ের কাছে আর্জি জানিয়েছিলেন। যাতে ওই সময় স্ত্রী অনুষ্কার পাশে তিনি থাকতে পারেন। বোর্ড কোহলিকে সেই অনুমতি দিয়েছে। অর্থাত্ ট্রফির শেষ তিন টেস্টে নেই কিং কোহলি। যা নিয়ে বেশ হতাশ প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ ওয়া।প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ বলেছেন, ‘আমি একটু হতাশ হয়েছি যে কোহলি পুরো টেস্ট সিরিজে খেলবে না। ওর কেরিয়ারে খুব গুরুত্বপূর্ণ সিরিজ! তবে এটা ঠিক যে পরিবার সবার আগে’। তবে কোহলি না থাকায় এই সিরিজের আকর্ষণ কিছুটা হলেও কমবে বলেই মনে করেন স্টিভ।বিরাটের পিতৃকালীন ছুটি নিয়ে এবার দেখা দিল নয়া বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট ফ্যানদের একাংশের রোষের মুখে পড়তে হয়েছে ভারতের অধিনায়ককে। অনেকেই আবার ধোনির উদাহরণও টেনে আনছেন। কারণ মেয়ে জিভার জন্মের সময় দেশে ফেরেননি তত্কালীন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি । অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিতেই ব্যস্ত ছিলেন। আর বিষয়টি তুলেই সোশ্যাল মিডিয়ায় কোহলিকে খোঁচা দিয়েছেন নেটিজেনদের একাংশ। এই প্রসঙ্গে ধারাভাষ্যকার হর্ষ ভোগলে কোহলিকে সমর্থন জানালেও এটা জানাতে ভোলেননি দেশের সেরা খেলোয়াড়ের অনুপস্থিতিতে বিপাকে পড়তে হবে ভারতীয় দলকেই। টুইটও করেন ভোগলে। আর তার এই টুইটের পরই নেটিজেনদের একাংশ আবার সমালোচনায় মুখর হন।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
বিরাটের জন্য আবেগঘন পোস্ট অনুষ্কার
একেই বলে ‘লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’