নিজস্ব সংবাদদাতা: রশিদ খানের স্ত্রী নাকি অনুষ্কা শর্মা? না না আমি বলছি না। গুগলে ইংরেজিতে ‘রশিদ খান ওয়াইফ’ লিখে সার্চ করলেই চলে আসছে অনুষ্কা শর্মার হাসি মুখের ছবি। তার নীচে ছোট্ট দু’লাইনের একটা বায়ো রশিদের। তারপরে তাঁর ম্যারিটাল স্ট্যাটাস দেখাচ্ছে ম্যারেড অর্থাত্ বিবাহিত। স্ত্রীর নাম অনুষ্কা শর্মা। এমনকি বিয়ের তারিখ হিসেবে বিরাটের সঙ্গে অনুষ্কার বিয়ের তারিখ অর্থাত্ ২০১৭ সালের ১১ ডিসেম্বর লেখা রয়েছে। এদিকে অনুষ্কা শর্মার সঙ্গে বিরাটের প্রায় তিন বছর হতে চলল বিয়ে হয়ে গেছে । বর্তমানে অন্তঃসত্ত্বাও তিনি। তাহলে কি সার্চ ইঞ্জিনের মতিভ্রম হলো? সবটাই আসলে গুগলের কেরামতি। ২ বছর আগে, ২০১৮ সালে একটি ইনস্টাগ্রাম চ্যাটে রশিদকে ফ্যানরা তাঁর পছন্দের অভিনেত্রী কে সেটা জিজ্ঞাসা করলে বিরাট পত্নী অনুষ্কার নাম নিয়েছিলেন তিনি। এছাড়া প্রীতি জিন্টার নামও নেন রশিদ। কিন্তু তাঁর প্রথম পছন্দ হিসেবে অনুষ্কার নাম নেওয়ায় সেটাই খবর হয়ে যায়। খবরের শিরোনামে লেখা থাকে রশিদ খানের পছন্দের অভিনেত্রী হলেন অনুষ্কা শর্মা। এতবার গুগলে তা লেখা হয়েছে যে রশিদ খানের স্ত্রীর নাম সার্চ করলেই প্রথমে অনুষ্কার নাম উঠে আসছে। এই বিষয়ে অবশ্য রশিদ বা অনুষ্কা কারও তরফে কোনও মন্তব্য করা হয়নি। কিছু বলেননি বিরাটও। কারণ বিষয়টা তাদের বুঝতে আর বাকি নেই। এখন প্রশ্ন হলো রশিদ কি বিবাহিত? উত্তর হল না। আফগানিস্তানের ক্রিকেটার রশিদ খানের নাম এই মুহূর্তে জানেন না, এমন ক্রিকেট প্রেমী মানুষ নেই। নিজের প্রতিভার জোরে আইপিএলের মতো টুর্নামেন্টেও অন্যতম গুরুত্ত্বপূর্ণ ক্রিকেটার তিনি। জুলাই মাসে একটি সাক্ষাত্কারে ২২ বছরের এই তারকা ক্রিকেটার বলেছেন, ‘আফগানিস্তান যেদিন বিশ্বকাপ জিতবে, সেদিন বিয়ে করবেন তিনি’।
New Hopes New Visions
More Stories
শীতের ঠান্ডায় গরমাগরম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট
বেহালায় নতুন বছরে জাতীয়স্তরের ক্যারাটে প্রতিযোগিতা
বৃষ্টিভেজা নর্দান পার্কে জয় হল ফুটবলের , চ্যাম্পিয়ন সুরুচি সংঘ