মার্চ 25, 2023

Disha Shakti News

New Hopes New Visions

বিশ্বভারতীকে আইনি চিঠি পাঠালেন অমর্ত্য স েন

নিজস্ব সংবাদদাতা : নোবেল জয়ী অমর্ত্য সেনের বিরুদ্ধে শান্তিনিকেতনে বেআইনিভাবে জমি দখল করে রাখার অভিযোগ উঠেছিল। দু’দিন আগেই সরাসরি সাংবাদিক বৈঠক করে বিশ্বভারতী কর্তৃপক্ষ অভিযোগ করেছেন, বেআইনি ভাবে জমি দখল করে রয়েছেন অমর্ত্য সেন। এই অভিযোগের বিরুদ্ধেই এবার আইনি পদক্ষেপ নিলেন অমর্ত্য সেন। এদিম বিশ্বভারতীর উপাচার্যকে ই-মেল করেন নোবেলজয়ী। তিনি দাবি করেন, তাঁর বিরুদ্ধে তোলা মিথ্যে অভিযোগ প্রত্যাহার করা হোক। তাতে অবশ্য বিশ্বভারতী কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ করেননি, বরং উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তী সন্দেহ প্রকাশ করেছেন, চিঠিটি আদৌ অমর্ত্য সেনেরই লেখা কিনা। কারণ চিঠির নীচে ওঁর সই নেই। তবে এ চিঠি যদি ওঁর লেখা হয়, তাহলে তা খুবই দুঃখজনক বলে দাবি করেছেন বিদ্যুত্ বাবু। বিশ্বভারতীর উপাচার্য অমর্ত্য সেনকে জবাবি ই-মেলে লেখেন, ‘বিশ্বভারতীর ন্যায্য জমি পুনরুদ্ধার করছে। বিশ্বভারতীর ১১৩৮ একর জমির মধ্যে ৭৭ একর ইতিমধ্যেই বেআইনিভাবে দখল হয়ে গেছে।’ উপাচার্য আরও লিখেছেন, ‘অধ্যাপক সেন নিশ্চিন্ত থাকতে পারেন, বিশ্ববিদ্যালয় তাঁকে কোনোভাবেই অপদস্থ করতে চায় না বা তাঁর পৈতৃক সম্পত্তির উত্তরাধিকার খর্ব করতে চায় না। আমাদের একমাত্র লক্ষ্য হল বিশ্বভারতীর ন্যায্য জমি পুনরুদ্ধার করা, যাতে নিশ্চয়ই অধ্যাপক সেনেরও সমর্থন আমরা পাব।’ জমি বিতর্কে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও একাধিবার আক্রমণ করেন অমর্ত্য সেনকে। যদিও পাশে থাকার বার্তা দিয়ে নোবেলজয়ীকে চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের ভোটের আগে অমর্ত্য সেনের জমি বিতর্কের জল তাই অনেকটাই গড়াল।

Report by web Desk
Reported on – 20/01/2021

Share this News
error: Content is protected !!