নিজস্ব সংবাদদাতা : শান্তিনিকেতনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ির নাম ‘প্রতীচী’। এই বাড়ির একটা অংশ বিশ্বভারতীর, বারবার এমনই দাবি করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এই মর্মে বিশ্বভারতীর সম্পত্তি বিভাগের তরফে রাজ্য সরকারকে একটি চিঠিও দেওয়া হয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদের বিরুদ্ধে বিশ্বভারতীর এমন অভিযোগ নিয়ে ইতিমধ্যেই সরব নানা মহল। অমর্ত্য সেন এবং বিশ্বভারতীর টানাপোড়েন দিনদিন বাড়ছে। একটা সময়ে যা প্রায় সকলের অগোচরে ছিল, তা আজ দিনের আলোর মতো স্পষ্ট। নোবেলজয়ীর বাড়ির জমি নিয়ে বিশ্বভারতীর ভূমিকার তীব্র নিন্দা করে বিজেপি বিরোধী সুর আরও চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমর্ত্য সেনকে তিনি চিঠি লিখেও সমবেদনা প্রকাশ করার পাশাপাশি এই লড়াইয়ে পাশে রয়েছেন বলেও জানান। এরই মাঝে স্যোশাল সাইটে ফেসবুকে অমর্ত্য সেনকে নিয়ে অসম্মানজনক পোস্ট করেছে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির নেতা অপূর্ব শরদ। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, অমর্ত্য সেন দীর্ঘদিন ধরে ইংল্যান্ড, আমেরিকায় বসবাস করেন, সেখানেই পড়ান। ভারতের অর্থনীতির জগতে তাঁর অবদান একেবারে শূন্য। এরপর তিনি অমর্ত্যকে সেনকে সমর্থনকারীদের প্রতিও আঙুল তুলেছেন। অপূর্ব শরদের নামে অভিযোগ দায়ের করল বাম সমর্থিত বিশ্বভারতীর ছাত্রছাত্রী ঐক্য মঞ্চ। মুখ্যমন্ত্রীর বোলপুর সফর চলাকালীন এই বিষয়টি ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল শান্তিনিকেতন।
Report by Joyanto Das
Reported on – 29/12/2020
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
রমরমিয়ে চলছে রাজ্য খাদি মেলা
জমজমাট করেই শুরু হল রাজ্য খাদি মেলা