নিজস্ব সংবাদদাতা : ইসলামিক মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় সম্প্রতি মুসলিম বিশ্বের রোষে পড়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ। সম্প্রতি মুম্বইয়ের ব্যস্ত ভেন্ডি বাজার এলাকায় পথে দেখা গেল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁর ছবি দেওয়া কয়েকশ পোস্টার। দক্ষিণ মুম্বইয়ের ওই এলাকা থেকে দ্রুত পোস্টারগুলি সরিয়ে ফেলে পুলিশ। পুলিশ জানায়, জে জে ফ্লাইওভারের নীচে মহম্মদ আলি রোডে রাস্তার ওপরে পোস্টারগুলি দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা যায়, পথচারীরা পোস্টারের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন। পোস্টারের ওপর দিয়ে অনেক গাড়ি চলে যাচ্ছে। অন্যদিকে ফ্রান্স সরকার কর্তৃক মহম্মদের উদ্দেশ্যে কুরুচিকর মন্ত্যব্য করার প্রতিবাদে সরকারি সমস্ত করোনা স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কংগ্রেস বিধায়কের নেতৃত্বে ভোপালের এক জনসভায় মৌলবাদীদের সমবেত হতে দেখা যায়। মৌলবাদীরা ফ্রান্সে সন্ত্রাসবাদীদের আক্রমণকে সমর্থন করেছে এবং মহম্মদের উদ্দেশে কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছেনা । জনগণের রোষে পড়ে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সহস্রাধিক বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মহম্মদকে অসম্মানিত করেছে ফ্রান্স। এতে অপমানিত হয়েছেন এদেশের মুসলিমরাও। অবিলম্বে ফ্রান্সের সমালোচনা করুক ভারত। রাষ্ট্রসংঘে ফ্রান্সের বিপক্ষে দাঁড়াক নয়াদিল্লি। কেন্দ্রীয় সরকারকে এমনই আবেদন করেছে দেশের অন্যতম প্রভাবশালী মুসলিম সংগঠন দারুল উলুম দেওবন্দ।এহেন পরিস্থিতিতে ফ্রান্সের নিসে জঙ্গি হামলার নিন্দায় সরব হয়েছে সৌদি আরব। সৌদি বিদেশমন্ত্রকের সাফ বক্তব্য, ‘আমরা যে কোনও ধরনের সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে। যে কাজে হিংসা ও বিদ্বেষ ছড়ায় তেমন কাজ থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি।’উল্লেখ্য, মুসলিম দুনিয়ায় এই প্রথম কোনও দেশ বৃহস্পতিবার ফ্রান্সে হওয়া সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে সরব হয়েছে।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল