নিজস্ব সংবাদদাতা : সল্টলেকের বিখ্যাত এফডি ব্লকের পুজো মণ্ডপে বুধবার সকালে আগুন লাগে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। দ্রুত খবর দেওয়া হয় দমকলবাহিনীকেও। সূত্রের খবর, তিনটি ইঞ্জিন এনে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা। কীভাবে এই আগুন লেগেছে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীদের।বিধাননগর থানার পুলিশের তরফে জানানো হয়েছে, মণ্ডপের সিসিটিভি ফুটেজের ভিত্তিতেই অগ্নিকাণ্ডের কারণ জানার চেষ্টা করা হচ্ছে। তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে আগুন লাগার কারণ। বিসর্জনের দিন এভাবে আগুন লেগে এফডি ব্লকের পুজো মণ্ডপ ভস্মীভূত হওয়ার ঘটনায় স্বভাবতই মুষড়ে পড়েছেন এলাকাবাসী। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছে এই পুজো মণ্ডপে। তবে তদন্ত করলে আগুন লাগার সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন দমকল কর্মীরা। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিধ্বংসী আগুনে মুহূর্তের মধ্যে পুড়ে খাক হয়ে গিয়েছে গোটা পুজো মণ্ডপ। প্রতিমাও পুড়ে গিয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। তবে শোনা যাচ্ছে প্রতিমা-সহ প্যান্ডেলেরই সবই পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে।
New Hopes New Visions
More Stories
দেবাশীষ কুমারকে পেয়ে অন্ধকারে আলোর দিশা পেলেন কাউন্সেলররা
বেহালার জাদুঘর হয়েছে আরও আকর্ষণীয়
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে