নিজস্ব সংবাদদাতা : বিহারের ১৫টির মধ্যে ৫টি জেলায় তৃতীয় ও শেষ দফায় ভোট শনিবার। এই জেলাগুলি রাজ্যের সবচেয়ে বেশি কোভিড আক্রান্ত জেলাগুলির মধ্যে অন্যতম।মোট ২,৩৫,৫৪,০৭১ জন ভোটার তাদের ভোটাধিকার ব্যবহার করে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন। এখানে ১,২৩,২৫,৭৮০ জন পুরুষ ভোটার রয়েছেন, ১,১২,০৫,৩৭৮ জন মহিলা এবং সাধারণ বিভাগে ৮৯৪ তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এগুলি ছাড়াও ২২,০১৯ সার্ভিস ভোটার রয়েছেন।উত্তর বিহার এবং সীমাঞ্চলে ২০১৫ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রগুলো থেকে ২৪ আসনে জয়ী হয়েছিলো জেডি(ইউ)। আরজেডি ২০ আসনে। জোট জিতেছিলো ৫৪ আসনে। যদিও তখন জোট ছিলো জেডি(ইউ)-আরজেডি-র মধ্যে। তৃতীয় দফায় অধিকাংশ এলাকাই মুসলিম ও দলিত অধ্যুসিত। এখানে সরকার ও বিরোধী দুই পক্ষকেই লোকজনশক্তি পার্টির পাশাপাশি মোকাবিলা করতে হবে আসাদউদ্দিন ওয়াইসির এআইএমআইএমএর সঙ্গে। মায়াবতীর বহুজন সমাজও এখানে প্রার্থী দিয়েছে। অন্যদিকে ভোট ময়দানে রয়েছে উপেন্দ্র কুশওয়াহার আরএলএসপি। শেষ দফার নির্বাচনে অস্তিত্ত্বের লড়াই বামেদেরও। কিষেণগঞ্জ, আরারিয়া, কাটিহার, পূর্ণিয়া মুসলিম অধ্যুষিত হওয়ায় এই সব অঞ্চলের ভোট সমীকরণ বদলে যাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।এই দফায় আসাদুদ্দিন ওয়েসির এআইএমআইএম ১৬টি আসনে লড়ছে। তারা মহাজোটের ভোট কাটতে পারে। ১টি থেকে ২টি আসনে জিততেও পারে। এনডিএ পুর্নিয়া, আরারিয়া ও কাটিহারে কঠিন লড়াইয়ের মুখে। বিহারে তৃতীয় দফার নির্বাচন ময়দানে আছেন রাজ্যের ১২ জন মন্ত্রী। এই দফায় যারা লড়ছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রাক্তন আরজেডি মন্ত্রী আবদুল বারি সিদ্দিকি, লালু যাদবের সহযোগী ভোলা যাদব, বিজেপি নেতা সঞ্জয় সারাওগি, বিজেপি মন্ত্রী বিনোদ নারায়ণ ঝা, বর্যীয়ান প্রাক্তন আরজেডি মন্ত্রী রামাই রাম, বিজেপি মন্ত্রী সুরেশ শর্মা, জেডিইউ-র বিমা ভারতী ও লেসি সিং।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল