মার্চ 24, 2023

Disha Shakti News

New Hopes New Visions

বীরভূমে মাও পোষ্টার, আতঙ্ক


নিজস্ব সংবাদদাতা : সাদা কাগজের ওপর লাল রঙে লেখা ‘মাওবাদ এক হও’। এবার এমনই পোস্টার মিলল বীরভূমে। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা পুলিশকে এ ব্যাপারে জানিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটে বীরভূমের লোকপুর থানার খড়িকাবাদ গ্রামের নির্মীয়মাণ একটি বাড়িতে। এলাকার মানুষ ওই বাড়িতে বেশ কয়েকটি ওমন মাওবাদীদের নাম–লেখা পোস্টার দেখতে পান। তাতে লেখা, ‘মাওবাদ এক হও, আমাদের অধিকার ছিনিয়ে নেবো , পুলিশগিরি চলবে না ,সিআরপিএফ চলবে না, দাদাগিরি চলবে না।’ আর শেষে লেখা ‘লাল সেলাম’। অপটু হাতে কে বা কারা এই পোস্টার লিখে এলাকায় ছড়িয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।উল্লেখ্য, আজ ২৪ নভেম্বর সিপিআইয়ের শীর্ষ নেতা কিষাণজির মৃত্যুবার্ষিকী। প্রতি বছর এই উপলক্ষে দেশের প্রত্যেকটি মাওবাদী প্রভাবিত রাজ্যগুলিতে শহিদ সপ্তাহ পালন করে সিপিআই । তাঁদের কিছু নির্দিষ্ট কর্মসূচিও থাকে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে এই বীরভূমের ওই গ্রামীণ এলাকায় এই পোস্টার দেওয়া হয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।গত দু’মাস আগে, ২৬ সেপ্টেম্বর বীরভূমের পাড়ুইয়ে লাল কালিতে তৃণমূল নেতাদের নাম লেখা মাও মাওবাদী পোস্টার উদ্ধার করেছিল পুলিশ। পাঁড়ুইয়ের বাতিকার গ্রামে এলে ওই পোস্টারগুলি ছিঁড়ে দিয়েছিল পাড়ুই থানার পুলিশ। ওই পোস্টারে ‘জনগণের টাকা ফেরত দাও’— এই দাবি তোলা হয়। এর আগেও পাড়ুই থানা এলাকায় স্থানীয় ১৩ জন তৃণমূল নেতার নাম লেখা মাওবাদী পোস্টার উদ্ধার হয়। সে বার তৃণমূলের দুটি দলীয় কার্যালয় ও একটি বাসস্ট্যান্ড থেকে পাওয়া যায় পোস্টারগুলি।

Share this News
error: Content is protected !!