নিজস্ব সংবাদদাতা : বিজেপির যুব মোর্চার নেতা বুলেট রায়কে গ্রেফতারির ঘটনা নিয়ে রণক্ষেত্র খড়দহ। বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে বিজেপির যুব মোর্চার সম্পাদক বুলেট রায়কে গ্রেফতার করে খড়দা থানার পুলিশ। তাঁর মুক্তির দাবিতেই খড়দা থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকেরা। পুলিশ প্রথমে তাঁদের সঙ্গে আলোচনার চেষ্টা করে। বিক্ষোভ না উঠলে ১৫০ জন কর্মী সমর্থককে গ্রেফতার করে। এই পরিস্থিতিতে আরও তিনশো কর্মী সমর্থক খড়দা থানার বাইরে জমা হয়ে যায়। পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হতে শুরু করে। বিজেপির সভা মঞ্চে চলে গুলি বোমা। ৬ জন মহিলার মাথা ফেটে যায়। এরপরেই বিজেপি কর্মী সমর্থকদের হঠাতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। প্রতিরোধ গড়ে তোলেন বিজেপি কর্মীরাও। অভিযোগ, মাটিতে ফেলে বিজেপি কর্মীদের পেটান হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছন বারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা। বুধবার রাত নটার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার বুলেটকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। কোর্ট চত্বরে জমায়েতের ডাক দিয়েছে বিজেপি। টিটাগড়ের বিজেপি নেতা মণীশ শুক্লর অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এই বুলেট।
New Hopes New Visions
More Stories
এবার শুভেন্দুর হাতিয়ার ‘জানুয়ারি’ তত্ত্ব
শক্তি দেবীর আরাধনায় পোর্ট ট্রাস্টে চাঁদের হাট
রাজ্য জুড়ে পালিত TMCP এর প্রতিষ্ঠা দিবস , কাল নেত্রীর বার্তার অপেক্ষায় ছাত্রযুবরা