নিজস্ব সংবাদদাতা : আগামী বৃহস্পতিবার বাগডোগরা বিমানবন্দরে নেমে সোজা কোচবিহারে পৌঁছাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে মদনমোহন মন্দিরে পুজো দিয়ে শুরু করবেন উত্তরবঙ্গের পরিবর্তন যাত্রা। ১১ তারিখে অমিত শাহ যখন কোচবিহারে তখন সেখানে চলছে শাসক তৃণমূলের ঠাসা কর্মসূচি। ৯-১২ ফেব্রুয়ারি সেই কর্মসূচির মধ্যেই অমিত শাহর আগমন। আগামী বৃহস্পতিবার কোচবিহার পুলিশের কার্যত অ্যাসিড টেস্ট হতে চলেছে। অমিত শাহর পরিবর্তন যাত্রার সূচনার পাশাপাশি তৃণমূলের লাগাতার বিক্ষোভ। সেদিন যে শিরোনামে কোচবিহার থাকবে তা বলাই বাহুল্য। যদিও এনিয়ে বিশেষ মাথা ঘামাতে নারাজ কোচবিহারের তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থপ্রতিম রায়। তিনি বলেন, “আমরা প্রথম থেকেই রাস্তায়। ৯ থেকে ১২ আমাদের বিভিন্ন কর্মসূচি আছে। ১১ তারিখ কে আসছে জানি না। আমরা আমাদের কর্মসূচি ধারাবাহিক ভাবে পালন করব।” এদিকে মঙ্গলবার তারাপীঠ থেকে পরিবর্তন যাত্রার সূচনার পাশাপাশি ‘পিসি-ভাইপো’-কে বীরভূমের মঞ্চ থেকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । অনুব্রতর গড়ে মজবুত তৃণমূল কংগ্রেস। সেখানেই এবার ভাঙন ধরাতেই বদ্ধপরিকর গেরুয়া শিবির।জে পি নাড্ডা বলেন, “অভিষেক ব্যানার্জি বখে যাওয়া ছেলে। তাই রাজীবরা সরে গিয়েছেন। রাজীব ব্যানার্জি, মুকুল রায়- এরা জানেন তৃণমূল কংগ্রেস আর মা-মাটি মানুষের সুরক্ষা নেই। বাংলায় মায়ের সম্মান নেই, মাটির সুরক্ষা নেই। তাই দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। কারণ ওঁরা দেশের জন্য কাজ করতে চায়।”
Report by web desk
Reported on – 09/02/2021
More Stories
আগামীর রূপরেখার সূচনা করলো “বেহালা নাগরিক মঞ্চ”
সাংস্কৃতিক অনুষ্ঠান ,ক্রেতাদের ভীড় : জমজমাট বাঁকুড়া খাদি মেলা
বাঁকুড়ায় জমে উঠেছে খাদি মেলা