বেলুড় মঠ খুলতে চলেছে আগামী ১০ ফেব্রুয়ারী থেকে।সোমবার এক সাংবাদিক বৈঠকে একথা জানান রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ। তিনি বলেন, “আগামী ১০ ফেব্রুয়ারী থেকে বেলুড় মঠের প্রধান ফটক খোলা থাকবে পুণ্যার্থী ও দর্শনার্থীদের জন্য। সকালে সাড়ে ৮টা থেকে বেলা ১১টা এবং বিকেলে সাড়ে ৩টে থেকে সোয়া ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মঠের ফটক খোলা থাকবে। তবে মানতে হবে কোভিড বিধি।”
এছাড়াও মঠ দর্শনে আগত পুণ্যার্থীদের মানতে হবে সামাজিক দূরত্ব-বিধি। মাস্ক পরা বাধ্যতামূলক। স্যানিটাইজার, থার্মাল গান গেটে থাকবে। তবে, এই মুহুর্তে মিউজিয়াম বন্ধ থাকবে। মঠে বসে প্রসাদ গ্রহণ অর্থাৎ নরনারায়ণ সেবা বন্ধ থাকবে। মঠে সন্ধ্যারতি দর্শন করা যাবেনা।
করোনার পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিকের পথে। করোনায় রিস্ক ফ্যাক্টর এখন খুবই কম। সবদিক খতিয়ে দেখেই মঠের অছি পরিষদ ১০ ফেব্রুয়ারী থেকে মঠ খোলার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে লকডাউনের পর প্রায় দেড় মাস খোলা রাখা হয়েছিল বেলুড় মঠ। কিন্তু, মঠের প্রবীণ সন্ন্যাসীদের অনেকেই কোভিড আক্রান্ত হওয়ার কারণে ফের মঠ বন্ধ রাখতে হয়। এরপর ধীরে ধীরে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। মঠ এখন সম্পূর্ণ গ্রিন জোন। এই অবস্থায় দ্বিতীয় দফায় খুলতে চলেছে বেলুড় মঠ।
Report by web desk
Reported on – 27/01/2021
New Hopes New Visions
More Stories
অভিনব উদ্যোগ পৌরমাতা ইতু চক্রবর্তীর
দেবাশীষ কুমারকে পেয়ে অন্ধকারে আলোর দিশা পেলেন কাউন্সেলররা
বেহালার জাদুঘর হয়েছে আরও আকর্ষণীয়