নিজস্ব সংবাদদাতা : ফের শহর কলকাতায় আগুন, এবার আগুন লাগল বেলেঘাটা আইডি হাসপাতালে। হাসপাতালের সুপার ডাঃ আশিস মান্না জানিয়েছেন কোভিড হাসপাতালের স্টোর রুমে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে । প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে স্টোররুমে স্যানিটাইজার্স থেকে আগুন লেগেছে। তবে অগ্নিকাণ্ডের জেরে কোভিড রোগীদের কোনো ক্ষতি হয়নি বলে হাসপাতাল সূত্রে খবর। স্টোররুমটি রোগীদের ওয়ার্ড থেকে বেশ খানিকটা দূরে। যদিও আগুন লাগার খবরে গোটা হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এখানে করোনা রোগী ছাড়াও বহু অসুস্থ মানুষের চিকিত্সা চলছে ।ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। পাশাপাশি হাসপাতালও একটি আভ্যন্তরীন তদন্ত কমিটি গঠন করেছে বলে খবর।
New Hopes New Visions
More Stories
দেবাশীষ কুমারকে পেয়ে অন্ধকারে আলোর দিশা পেলেন কাউন্সেলররা
বেহালার জাদুঘর হয়েছে আরও আকর্ষণীয়
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে