নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, সেদিনই নাকি অমিত শাহর হাত ধরে বিজেপি–তে যেতে চলেছেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এতদিনের জল্পনার অবসান সেদিনই হবে কিনা তা এখনও ঠিক নেই। কিন্তু তার আগেই দলের ‘বেসুরো’দের প্রতি কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জলপাইগুড়ির সভামঞ্চ থেকে পরিষ্কার জানান যে তিনি এই ‘বেসুরো’দের সহ্য করবেন না। কোনও রাখঢাক না রেখেই এদিন মমতা বলেন, ‘আমি বড় যাঁরা বলছেন দলে তাদের কোনও প্রয়োজন নেই। ১০ বছর পার্টির হয়ে খেয়ে, ১০ বছর সরকারে থেকে সরকারের সবটা খেয়ে, ভোটের সময় এর সঙ্গে ওর সঙ্গে বোঝাপড়া? আমি এদের সহ্য করব না।’ উল্লেখ্য, দল থেকে বহিষ্কৃত হওয়ার পর শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ কনিষ্ক পণ্ডা বলেছিলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করুক যে পিকে বড় নেতা নাকি শুভেন্দু অধিকারী বড় নেতা।’ মমতা এদিন সেই কথারই জবাব দিলেন বলে অনুমান রাজনৈতিক থেকে ওয়াকিবহল মহলের।বিজেপি–র সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডার কনভয়ে হামলার পর বিভিন্ন জনসভায় বঙ্গ বিজেপি নেতা দিলীপ ঘোষ, রাজু বন্দ্যোপাধ্যায়রা ‘তৃণমূলকে দেখে নেওয়ার’ হুমকি দিয়ে চলেছেন। সেই হুমকিকে তিনি ভয় পান না বলে জানিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘ওরা বলে বেরাচ্ছে, ডিসেম্বর থেকে মারব। মেরে দেখুক না!’ মমতার হুঙ্কার, ‘আমি ভাল তো খুব ভাল। ১০০ শতাংশ শান্তির লোক। কিন্তু আমার গায়ে যদি আঘাত কর, আমি যা প্রত্যাঘাত করব না, তোমার কোটি কোটি গুন্ডা এনেও সেই প্রত্যাঘাত তুমি রুখতে পারবে না।’ কড়া হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর।
Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 16/12/2020
More Stories
অভিনব উদ্যোগ পৌরমাতা ইতু চক্রবর্তীর
দেবাশীষ কুমারকে পেয়ে অন্ধকারে আলোর দিশা পেলেন কাউন্সেলররা
বাঁকুড়ার খাদি মেলার আজ শেষ দিন