নিজস্ব সংবাদদাতা : এবার করোনায় উত্সবের আবহ অনেকটাই ম্লান। চতুর্থী থেকেই নিজের এলাকায় পুজো উদ্বোধন দিয়ে শুরু করছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে করোনা আবহে প্রতিবারের মত এবার একগুচ্ছ পুজো উদ্বোধনের কর্মসূচি নেননি সৌরভ । চতুর্থীর সন্ধ্যায় বেহালা চৌরাস্তা প্লেয়ার্স কর্নার অর্থাত্ নিজের পাড়ার পুজোর উদ্বোধন করেছেন। কোভিডের কথা মাথায় রেখে খুব বেশি লোকের সমাগমও করা হয়নি। হাতে গোনা কয়েকজনকে নিয়েই হয় উদ্বোধন। একইসঙ্গে সকলকে পুজোয় সতর্কবার্তাও দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবং শনিবার ফের সশরীরে মহাঅষ্টমীতে বেহালা প্লেয়ার্স কর্নারএ সন্ধি পুজো দেখতে আসলেন সৌরভ গাঙ্গুলি। পুরোপুরো বাঙালিয়ানা পাঞ্জাবিতে এলেন পাড়ার মন্ডপে।সৌরভ বলেন, দুর্গা পুজা আগামী বছর আবার আসবে, তখন কোভিডও চলে যাবে। তখন সবাই মিলে আবার উত্সবে অংশ নেওয়া যাবে।’ যদিও প্রতিমা দর্শন নিয়ে কোর্টের রায় নিয়ে কোনও মন্তব্য করতে চাননি সৌরভ। সকলকে স্বাস্থ্য নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নিষেধ করেছেন বাংলার দাদা।
New Hopes New Visions
More Stories
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল
দিনভর নজর নিজামে, সিবিআই দফতরে অনুব্রত