জুন 2, 2023

Disha Shakti News

New Hopes New Visions

বেহালায় সকাল সকাল দুয়ারে হাজির মেয়র

রাহুল গুপ্ত , কলকাতা

বেহালায় সকাল সকাল দুয়ারে হাজির হলেন কলকাতার মেয়র। কলকাতা পুরসভার বাজেট পেশ হওয়ার পরপরই প্রথম বেহালায় ঢুকলেন মেয়র ফিরহাদ হাকিম।

এলেন কলকাতার ১২১ নম্বর ওয়ার্ডে। গেলেন বাড়ি বাড়ি , গলি ধরে। থাকলেন মেয়র পারিষদ দেবব্রত মজুমদার সঙ্গে ১২১ এর পৌরপিতা রূপক গাঙ্গুলী।

এদিন মেয়র স্বয়ং বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের বললেন বাড়ির জঞ্জাল সবুজ কিংবা নীল বালতি করে জঞ্জাল সাফাইয়ের গাড়িতে ফেলুন। মেয়র নিজে দাঁড়িয়ে সবাইকে জঞ্জাল ফেলালেন গাড়িতে। সঙ্গে একটু দেখা সাক্ষাৎ বাসিন্দাদের সঙ্গে। কেউ জড়িয়ে ধরলেন , কেউ প্রণাম করলেন।

কাজের লোক , কাছের মানুষকে সামনে পেয়ে ১২১ এর বাসিন্দারা আনন্দিত। ঐ ওয়ার্ডের পৌরপিতা রূপক গাঙ্গুলিকেও জানালেন ধন্যবাদ অঞ্চলের মানুষজন।

বাসিন্দারা যে আগের থেকে অনেক বেশি সচেতন হয়েছেন , বাড়ির জঞ্জাল ফেলছেন ঠিক সময়ে গাড়িতে বললেন মেয়র ফিরহাদ হাকিম।

Follow Us : Face Book , Youtube Address : dishashaktinews // Portal Address : www.dishashaktinews.com

Share this News
error: Content is protected !!