আলিপুরের অরফ্যানগঞ্জ থেকে শুরু হল বিজেপির পদযাত্রা। নেতৃত্বে রইলেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, অর্জুন সিংরা। তবে দেখা মিলল না শোভন চট্টোপাধ্যায়ের। বৈশাখী যে থাকবেন না, তা আগেই জানিয়ে দিয়েছিলেন। প্রথমে মিছিলের রুট নিয়ে সমস্যা, পরে অতিরিক্ত গাড়ি ও বাইকের কারণে যানজটের সম্ভাবনা দেখিয়ে মিলল না অনুমতি। অনেক আলোচনায় পুলিশ প্রশাসনের তরফে নির্ধারিত করে দেওয়া হল রুট। প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্তে জানানো হয় মিছিল হবে হেঁটে, থাকবে না বাইক, গাড়ি। এসব যখন ঠিক হচ্ছে আলিপুর চত্বরে পৌঁছে গিয়েছিলেন মুকুল রায়, অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায়, কৈলাস বিজয়বর্গীয়রা। কিন্তু যাঁর রোড শো ছিল, সেই শোভন বাবুরই দেখা মেলেনি বেলা তিনটে পর্যন্ত। বিজেপি নেতৃত্বও এপ্রসঙ্গে মুখ খুলতে চাননি। রবিবার বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, তিনি রোড শো-তে থাকছেন না। তাঁর বক্তব্য, দল তাঁকে ইঙ্গিত দিয়েছে এই রোড শো কেবল শোভনেরই। বৈশাখীর না থাকার বিষয়টি প্রকাশ্যে আসতেই জল্পনা শুরু হয়, তবে কি শোভন আদৌ মিছিলে থাকবেন ! কারণ এই রাজনৈতিক জুটি কে একক ভাবে খুব একটা দেখা যায় নি, তবে এক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষকরা যুক্তি খাঁড়া করেছে তাঁদের পূর্বে নানা বিষয়ে সিদ্ধান্তকেই। পরিস্থিতি আঁচ করে দেবজিৎ সরকার সহ রাজ্য বিজেপি-র নেতারা ফের একবার শোভন- বৈশাখীকে বোঝাতে তাঁদের ফ্ল্যাটে হাজির হন৷ কিন্তু তাতেও বরফ গলেনি৷ ২০১৯ সালের লোকসভা ভোটের পর ১৪ অগস্ট বিজেপিতে যোগ দেন শোভন-বৈশাখী। তারপর রাজ্য বিজেপির সদর দফতরে সংবর্ধনা নিতে গিয়ে সাংগঠনিক বৈঠকে শোভনকে ডাকা হলেও, আমন্ত্রিত ছিলেন না বৈশাখী। অভিমানে মুখ দেখা যায় বৈশাখীর। শোভনও বেশ ক্ষুব্ধ হন বিজেপি নেতৃত্বের ওপর। মানভঞ্জনে এগিয়ে আসেন মুকুল বাবু। দলে যোগ দেওয়ার বছর দেড়েক পর্যন্ত এভাবেই চলে শোভন-বৈশাখীর মান অভিমানের খেলা। এর আগেও বৈশাখীর মান রক্ষার্থে শোভন দলের একাধিক সিদ্ধান্তকে গ্রহণ করেননি। শোভনের ‘প্রাক্তন’ স্ত্রী রত্না আগেই ইঙ্গিত দিয়েছিলেন একটি সংবাদমাধ্যমকে, সাক্ষাৎকারে তিনি বলেই ফেলেছিলেন, “আগে না হয় ফ্ল্যাট থেকে নেমে গাড়িতে ওঠুন, তারপর বিশ্বাস করা যাবে। অনেক খেলাই তো দেখলাম।” রত্নার সেই কথাই ফলে গেল এদিনের মিছিলে। তবে শোভন-বৈশাখীর এই মান অভিমানে যে এবার বিরক্ত নেতৃত্ব, তা স্পষ্ট রাজনৈতিক মহলের কাছে।
New Hopes New Visions
More Stories
এবার শুভেন্দুর হাতিয়ার ‘জানুয়ারি’ তত্ত্ব
শক্তি দেবীর আরাধনায় পোর্ট ট্রাস্টে চাঁদের হাট
রাজ্য জুড়ে পালিত TMCP এর প্রতিষ্ঠা দিবস , কাল নেত্রীর বার্তার অপেক্ষায় ছাত্রযুবরা