মার্চ 24, 2023

Disha Shakti News

New Hopes New Visions

ব্যাংককে জরুরি অবস্থা জারি

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিক্ষোভ কর্মসূচি থামানোর উদ্দেশ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বড় যেকোনো সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর চারটা থেকে ব্যাংককে জরুরি অবস্থা জারি করা হয়। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। বিবিসি সূত্রে খবর যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন মানবাধিকার বিষয়ক আইনজীবী অ্যানন নামটা, অ্যাক্টিভিস্ট পালিত চিওয়ারাক এবং পানুসায়া সিথিজিরাওয়াত্তানকুল।

মূলত শিক্ষার্থীদের দ্বারা আন্দোলন চলছে এবং আন্দোলনকারীরা দাবি তুলেছেন, থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং রাজার ক্ষমতা কমিয়ে আনার। এদিকে আগস্ট মাসে থাইল্যান্ডের রাজতন্ত্রের বিরুদ্ধে জনসমক্ষে প্রথম বার সমালোচনা করেছিলেন এবং প্রথাগত ধারা সংস্কারের দাবি তুলেছিলেন অ্যানন। ওই মাসের শেষ দিকে রাজতন্ত্রের নিয়ম সংস্কারের ১০ দফা দাবি পেশ করেছিলেন পানুসায়া সিথিজিরাওয়াত্তানকুল।

Report by Beauro Report
Reported on – 17-October-2020

Share this News
error: Content is protected !!