নিজস্ব সংবাদদাতা : চিন অধিকৃত তিব্বত অঞ্চলের উত্সস্থল থেকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে ইয়ারলাং জ্যাংবো নদী। অরুণাচলে পৌঁছে এর নাম হয়েছে সিয়াং। আর অসমে প্রবেশ করার পরে এই সিয়াংই পরিচিত হয় ব্রহ্মপুত্র নামে এবং এর পর ফের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে তা। জানা গিয়েছে, এই অরুণাচল সীমান্তের কাছাকাছি তিব্বতের মেডগ কাউন্টিতে ইয়ারলাং জ্যাংবো নদীর উপর বাঁধ তৈরির পরিকল্পনা করেছে বেজিং। এটি মূলত জলবিদ্যুত্ প্রকল্প। এই প্রকল্প বছরে ৬০০ কোটি কিলোওয়াট বিদ্যুত্ উত্পাদন করা হবে। যার মধ্যে ৩০০ কোটি কিলোওয়াট কার্বনমুক্ত ও পুনর্ব্যবহারযোগ্য বিদ্যুত্ও উত্পাদিত হবে। ১৪ তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায় এই বাঁধ নির্মাণ করা হবে বলে খবর। ২০২১ সাল থেকে নির্মাণ কাজ শুরু হবে, যদিও প্রাথমিক কাজ শুরু হয়েছে ওই এলাকায়। পাওয়ার কর্পোরেশন কর্প অফ চায়নার চেয়ারম্যান ইয়ান ঝিয়ং জানান, খুব দ্রুত কাজ শুরু হবে। এই জলবিদ্যুত্ কেন্দ্রের ফলে উপকৃত হবেন হাজার হাজার মানুষ। ইয়ারলাং জাংবো নদীর (যা অসমে ব্রহ্মপুত্র নামে পরিচিত) ওপরে বাঁধ নির্মাণ করা হলে সরাসরি এর প্রভাব পড়বে ভারতে। কমে যাবে নদের জলস্তর ও গতি।এর ফলে ভারতের যে রাজ্যগুলির ওপর দিয়ে ব্রহ্মপুত্র প্রবাহিত হয়েছে সেই রাজ্যগুলিতে জলের কষ্ট দেখা দিতে পারে। পাশাপাশি ব্রহ্মপুত্রের ওপর নির্মিত অরুণাচল প্রদেশের জলবিদ্যুত্ প্রকল্পে বিদ্যুত্ উত্পাদনেও সমস্যা দেখা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আবার বর্ষার সময় বাঁধের জল ছাড়লে অসমের বিস্তীর্ণ অঞ্চল, বাংলাদেশের একাধিক জায়গা বন্যা কবলিত হতে পারে।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল