নিজস্ব সংবাদদাতা : অ্যাস্ট্রজেনেকার কোভিড-১৯ ভ্যাকসিন ট্রায়ালে অংশগ্রহণকারী এক স্বেচ্ছাসেবকের মৃত্যুর খবর শোনা যাচ্ছে। যদিও, সংস্থার দাবি, ওই স্বেচ্ছাসেবক কোনও ভ্যাকসিন নেননি। রিও ডে জেনেইরোর বাসিন্দা, ২৮ বছরের ডঃ জোআও পেড্রো আর ফেইটোসা এই ট্রায়ালে অংশ নিয়েছিলেন। করোনায় আক্রান্ত হয়ে শারীরিক পরিস্থিতি জটিল হয়ে পড়ে তাঁর। পরে মারা যান তিনি। এই স্বেচ্ছাসেবকের মৃত্যুর কারণ নিয়ে এখনও বিস্তারিত কোনও তথ্য দেয়নি ব্রাজিলের স্বাস্থ্য দফতর। তবে ওই ব্যক্তি যে ট্রায়ালের সঙ্গে জড়িত ছিলেন তা নিশ্চিত করা হয়েছে। যদিও, গবেষকরা জানিয়েছেন ফেইটোসা মারা যাওয়ার আগে পর্যন্ত ভ্যাকসিন নেয়নি। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।মার্কিন যুক্তরাষ্ট্রে ক্লিনিক্যাল ট্রায়ালে অংশগ্রহণকারী এক স্বেচ্ছাসেবকের অসুস্থ হওয়ার পরে ব্রাজিলে এক স্বেচ্ছাসেবকের মৃত্যুর ঘটনায় যথেষ্টই অস্বস্তিতে পড়েছেন আক্সফোর্ডের করোনা ভ্যাকসিন গবেষণার কাজে যুক্ত গবেষকরা। যদিও মার্কিন সংবাদ মাধ্যম ‘সিএনএন’কে অক্সফোর্ডের এক গবেষক জানিয়েছেন, এখনও পর্যন্ত সম্ভাব্য করোনা ভ্যাকসিন নিয়ে উদ্বেগের কিছু নেই। সাধারণ মানুষের সুরক্ষার বিষয়টিকে যথেষ্টই গুরুত্ব দেওয়া হচ্ছে।ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রক এখনও পর্যন্ত ক্লিনিক্যাল ট্রায়াল বন্ধের কোনও নির্দেশ দেয়নি। ফলে ট্রায়াল চলবে। যেভাবে একের পর এক সংস্থার ক্লিনিক্যাল ট্রায়ালে বিপত্তির ঘটনা ঘটছে, তাতে শেষ পর্যন্ত করোনার প্রতিষেধক কবে পাওয়া যাবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল