বঙ্গে ফের পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাতই মার্চ বিশাল বড় জনসভায় উপস্থিত থাকবেন তিনি। রাজ্যে পরিবর্তন যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর। সাতই মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক বিশাল জনসভা করার পরিকল্পনা করেছে বিজেপি। সেখানেই উপস্থিত থাকার কথা রয়েছে মোদীর।
এদিকে ২২শে ফেব্রুয়ারিও রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একুশের নির্বাচনের আগে ফের বাংলা সফরে আসছেন মোদী। জলসম্পদ প্রকল্পের সূচনা করার কথা রয়েছে তাঁর। ডানলপে সভা করবেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে পাখির চোখ বাংলা। সেদিকে নজর রেখেই বিজেপি হাইকমান্ডের আনাগোনা রাজ্যের বিভিন্ন প্রান্তে। বিজেপি সভাপতি জে পি নাড্ডা থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ ইতিমধ্যেই বঙ্গ সফর সেরেছেন। চলতি মাসে মোদীর এটা দ্বিতীয় বাংলা সফর।
Report by web desk
Reported on – 19/02/2021
New Hopes New Visions
More Stories
জমজমাট সমকালীন সংস্কৃতির মোহনামুখী নাট্যউৎসব
বেহালায় নতুন বছরে জাতীয়স্তরের ক্যারাটে প্রতিযোগিতা
বড়িশায় শুরু বইমেলা ,চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত