নিজস্ব সংবাদদাতা : কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে প্রথম পদক্ষেপ। ব্রিটেনে শুরু হল গণ টিকাকারণ। সেই প্রক্রিয়ায় ফাইজারের প্রতিষেধক প্রথম গ্রহণ করলেন নবতিপর বৃদ্ধা , মধ্য ব্রিটেন নিবাসী মার্গারেট কেনান। আর এক সপ্তাহ পরেই তাঁর একানব্বইতম জন্মদিন। সেই জন্মদিনের আগে এই প্রক্রিয়ায় অংশ হতে পেরে আপ্লুত তিনি। বলছেন, ‘কোভিড-১৯-এর ভ্যাকসিন সবার প্রথমে নিতে পেরে নিজেকে সৌভাগ্যবতী মনে হচ্ছে।’ উল্লেখ্য, মধ্য ব্রিটেনের কোভেন্ট্রি হাসপাতালে তিনি প্রতিষেধক নেন। জানা গিয়েছে, স্থানীয় হাসপাতালে নার্স মে পার্সনস তাঁকে এই ভ্যাকসিন দেন। সেই নার্সকে ধন্যবাদ জানিয়ে কেনানের পরামর্শ, ‘যাদের প্রয়োজন তাঁরা ভ্যাকসিন নিন। ৯০ বছর বয়সে আমি এই টিকা নিয়েছি। কোনও সমস্যা হচ্ছে না।’দেশের এই সাফল্যে আবেগ আপ্লুত সেদেশের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক। লাইভ টিভিতে এক বৃদ্ধের ভ্যাক্সিন নেওয়ার দৃশ্য দেখে তাঁর চোখে জল এসে গিয়েছিলো ।ইতিমধ্যেই বেশ কয়েকজনকে ভ্যাক্সিন দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যেই দু’জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার খবর এসেছে। নড়েচড়ে বসেছে প্রশাসন। ন্যাশনাল হেল্থ সার্ভিসের মেডিক্যাল ডিরেক্টর স্টিফেন পোউইস জানিয়েছেন ভ্যাক্সিন দেওয়ার নির্দেশিকায় কিছু পরিবর্তন করা হয়েছে। পোউইস জানিয়েছেন, যাদের অ্যালার্জির ধাত আছে, তাদের এই ভ্যাক্সিন দেওয়া হবে না। যেহেতু এটি একটি নতুন ভ্যাক্সিন, তাই এই ধরনের রিঅ্যাকশন হওয়া অস্বাভাবিক নয়। এমনই দু’জনেরই আগে আ্যালার্জি হওয়ার প্রবণতা ছিল। তবে তাঁরা দু’জনেই সুস্থ হয়ে উঠছেন বলে জানা গিয়েছে।অন্যদিকে, প্রেসিডেন্ট পুতিন জানিয়ে ছিলেন স্পুটনিক ভি ৯২ শতাংশ কার্যকরী ভ্যাকসিন প্রমাণিত হয়েছে। সবাই মিলে কাজ করে সাফল্য আসবে বলে আশাবাদী ডেপুটি প্রাইম মিনিস্টার টাটিয়ানা গোলিকোভা। গোলিকোভা জানিয়ে ছিলেন ডিসেম্বর মাসেই রাশিয়ায় মাস ভ্যাকসিনেশন শুরু হবে। সেই মতোই কাজ শুরু করেছে প্রশাসন।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল