নিজস্ব সংবাদদাতা : ভাইফোঁটায় বোনেরা এবারে বাইরে কাজে কর্মে ঘুরে বেরোনো ভাইদের সতর্ক করবেন মিষ্টিমুখে | হাওড়া সালকিয়ার এক প্রসিদ্ধ মিষ্টান্ন প্রস্তুতকারক তৈরি করেছেন করোনা সতর্কতামূলক মিষ্টি | মিষ্টিতেই সরকারি বা চিকিত্সকদের বার্তা ফুটে উঠবে | কোথাও লেখা থাকবে মাস্ক পরুন, তো কোথাও আবার ঘরে থাকুন সুস্থ থাকুন, এমনকি কোথাও আবার লেখা আছে সময় সময় হাত ধুয়ে ফেলুন সুস্থ থাকুন |সন্দেশের ওপর হট চকোলেট দিয়ে লেখা থাকবে করোনা সংক্রান্ত সতর্কবার্তা| মিষ্টির দোকানে কর্ণধার অসীম কুমার দাস জানান, “করোনা আবহে সবাই যখন আমরা সুস্থ থাকার লড়াই করছি তাই এই বার্তা সবার ঘরে ঘরে পৌঁছে দিতেই এটাই সব থেকে ভালো সময় বলে মনে করলাম এবং তার জন্যই এই বিশেষ মিষ্টি তৈরি করা হয়েছে, বিভিন্ন সাইজ ও বিভিন্ন মূল্যে পাওয়া যাবে এই বিশেষ সন্দেশ |”সুস্থ থাকাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ আর সেই চ্যালেঞ্জ জয় করতে ভাইফোঁটার মিষ্টিতে এবার করোনা সতর্কতা | ভাইদের জন্য মিষ্টি কিনতে আসা দিদি বোনেরাও খুশি এই মিষ্টি পেয়ে, এক ক্রেতার কথায় ,’ করোনা থেকে মুক্তি পেতে ও বাঁচতে সারাদিন বাইরে কাজে কর্মে বেরোনো ভাইদের মুখে বললেও সব সময় তারা শুনছে না তাই আজ আরো একবার সুযোগ এবার ভাইদের সেই হাতে করে খাইয়ে পৌঁছে দেব সচেতনতার বার্তা
New Hopes New Visions
More Stories
বাঁকুড়ার খাদি মেলার আজ শেষ দিন
জমে উঠেছে বাঁকুড়ার খাদি মেলা চলবে ২০ তারিখ পর্যন্ত
১৪৪ এর রক্তদান উৎসব নজির গড়ল রেকর্ড সংখ্যক রক্তদাতার