নিজস্ব সংবাদদাতা : ফেস্টিভ মুড থেকে নিজেদের সরিয়ে রাখতে পারেননি ভারতীয় ক্রিকেটাররা। নতুন বছরের প্রথম দিনে মেলবোর্নে একটি রেস্তোঁরায় খেতে গিয়েছিলেন রোহিত শর্মা, ঋষভ পন্থ, শুভমান গিলরা। সেখানে গিয়ে এক অদ্ভূত ঘটনার সাক্ষী হলেন ভারতীয় ক্রিকেটাররা। ওই রেস্তোঁরায় সস্ত্রীক খেতে গিয়েছিলন নভলদীপ সিংও। তিনি দাবি করেছেন, হঠাত্ সামনের টেবিলে দেখেন রোহিত শর্মা, শুভমান গিল, ঋষভ পন্থ, নভদীপ সাইনিদের। প্রিয় তারকাদের চোখের সামনে দেখে আর পাঁচটা সাধারণ মানুষের মত আবেগ সামলাতে পারেননি নভলদীপ। গোটা মুহূর্তটা সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেন তিনি।এরপর তিনি একটি বিলের ছবি পোস্ট করে দাবি করেন রোহিত-পন্থদের অজান্তেই তাদের খাবারের বিল মিটিয়ে দিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ান মুদ্রায় সেই অঙ্কটা ১১৮.৬৯ ডলার। অর্থাত্ ভারতীয় মুদ্রায় ৬,৬৮৩ টাকা। পোস্টে লেখেন, ‘ওরা জানে না। কিন্তু বিলটা আমি মিটিয়ে দিলাম। আমার সুপারস্টারদের জন্য এটুকু তো করতে পারি।’ প্রিয় তারকাদের জন্য এটুকু করতে পেরে তিনি কতটা খুশি তাও জানান নভলদীপ। এরপর তিনি আরো লেখেন, ‘ওঁরা যখন জানতে পারল আমি বিল মিটিয়ে দিয়েছি, রোহিত পাজি বললেন, পয়সা নিয়ে নাও, এরকম ভালো লাগে না! আমি প্রত্যুত্তরে বলি, এটা পুরোটাই আমার উপর। পন্থ আমাকে আলিঙ্গন করে বলল, ফটো তখন তুলব, যখন তুমি টাকা ফেরত নেবে। আমি কোনোভাবেই রাজি হয়নি। শেষে আমরা সবাই ফটো তুললাম। ব্যাপক মজা হল! পন্থ আবার আমার স্ত্রীকে বলল, লাঞ্চের জন্য ধন্যবাদ।’
Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 03/01/2021
More Stories
শীতের ঠান্ডায় গরমাগরম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট
পুজোর আগেই পুজো শুরু , পুজো উদ্যোক্তাদের নিয়ে CARVINAL FOOTBALL ২০২২
বিরাটের জন্য আবেগঘন পোস্ট অনুষ্কার