নিজস্ব সংবাদদাতা : ভারতীয় ক্রিকেট সার্কিটের সঙ্গে বলিউড আর টলিউডের সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে। ভারতীয় ক্রিকেটারদের হামেশাই বলিউড বা টলিউডের সুন্দরীদের সঙ্গে নাম জুড়েছে, যাদের মধ্যে কিছু এমন ক্রিকেটার রয়েছেন যারা সেই সুন্দরীদের সঙ্গে সংসারও করেছেন তো কিছু সংসার করার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতিই ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউণ্ডার খেলোয়াড় হার্দিক পান্ডিয়া বলিউড অভিনেত্রী নাতাশা স্টেনকোভিচের সঙ্গে এনগেজমেন্ট সেরে ফেলেছেন আর দ্রুতই তারা নিজেদের নতুন ইনিংস শুরু করবেন। হার্দিক পান্ডিয়া তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন অন্যদিকে গত কিছু সময় ধরে ভারতীয় ক্রিকেট দলের আরেক তারকা ব্যাটসম্যান কেএল রাহুলের নামও বলিউডের এক অভিনেত্রীর সঙ্গে জুড়েছে। সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টির সঙ্গে রাহুলের অ্যাফেয়ারের খবর শোনা যাচ্ছে । এইভাবেই সময় সময়ে ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের সঙ্গে বলিউড অভিনেত্রী বা টলিউড অভিনেত্রীদের নাম যুক্ত হয়েছে। ঠিক তেমনই এবার টলিউডের অভিনেত্রী বা বলা ভালো বাহুবলী ফেম অনুষ্কা শেট্টিকে নিয়ে একটি বড়ো খবর মিডিয়ায় আসছে। একটি রিপোর্ট অনুযায়ী অনুষ্কা শেট্টি দ্রুতই একজন ভারতীয় ক্রিকেটারকে বিয়ে করতে চলেছেন। অনুষ্কা শেট্টির নাম এমনিতেও বেশ কয়েকবার বাহুবলী ফিল্মের নায়ক প্রভাসের সঙ্গে যোগ করা হয়েছিল আর দুজনকে বেশ কয়েকবার স্পট হতেও দেখা গিয়েছে, কিন্তু এই মিডিয়া রিপোর্টসের মোতাবেক অনুষ্কা কোনো ভারতীয় ক্রিকেটারকে বিয়ে করতে পারেন।
New Hopes New Visions
More Stories
জমজমাট সমকালীন সংস্কৃতির মোহনামুখী নাট্যউৎসব
বড়দিনে সেজে উঠল এলগিন রোড
নন্দনে চলছে ৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব