নিজস্ব সংবাদদাতা : আমেরিকার ইতিহাসে নজিরবিহীন ঘটনা। পরবর্তী মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা। প্রথম এশিয়ান-আমেরিকান।কমলা জানাচ্ছেন, তাঁর একেবারে ছোটবেলার ঝাপসা স্মৃতির মধ্যে মনে আছে চারিদিকে অসংখ্য পা হেঁটে চলেছে সারিবদ্ধ ভাবে। আর সেই মিছিল থেকে নানা রকম স্লোগান উঠছে। কারণ আমেরিকা যখন সিভিল রাইটস আন্দোলনে উত্তাল, তখনই আস্তে আস্তে বড় হচ্ছেন কমলা। বাবা-মা তাদের ছোট্ট মেয়েটিকে নিয়ে জড়ো হতেন বিভিন্ন জমায়েতে। কমলার মা শ্যামলার কথায় ছোট্টবেলায় যখন ভালো করে কিছু বুঝতেই শেখেনি তাদের মেয়ে তখন তার মুখে শোনা যেত একটি শব্দ ‘ফ্রীডম’। আজ সেই মেয়ে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট।বর্ণবৈষম্য নিয়ে উত্তপ্ত আবহের মধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে সেনেটর কমলা হ্যারিসকে বেছে নিয়েছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। এই প্রথম কোনও অ-শ্বেতাঙ্গ মহিলা এই পদের জন্য মনোনীত হয়েছিলেন। মার্কিন মুলুকের রাজনৈতিক দুনিয়ায় নাম উজ্জ্বল করেছিলেন এর আগেই। স্যান ফ্র্যান্সিসকোর প্রথম মহিলা ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এই কমলাই। ক্যালিফোর্নিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা যিনি অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হয়েছিলেন। কিন্তু দেশের ভাইস প্রেসিডেন্ট হওয়ার যাত্রাটি সম্পূর্ণ নতুন।ফের তাঁকে নিজেকে প্রমাণ করার সুযোগ দিল আমেরিকাবাসী।কমলা চেন্নাইয়ে জন্মেছিলেন।তামিলনাড়ুর একটি গ্রামে দাদুর বাড়ি তাঁর। সময় কাটাননি এখানে।আজ এই গর্বের দিনে ট্যুইট করলেন কমলার বোন মায়া হ্যারিস। মায়া ট্যুইটারে তাঁর দিদির জন্য লেখেন, “মা আমাদের শিখিয়েছিলেন কিভাবে সব কিছু করতে হয়। আমরা সব করতে পারি। আজ মায়ের জন্য সব থেকে গর্বের দিন।”
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল