নিজস্ব সংবাদদাতা : সংঘর্ষবিরতি লঙ্ঘন করে জম্মু-কাশ্মীর সীমান্তে পাক হামলার পাল্টা জবাব দিল ভারতীয় সেনা। ভারতীয় বাহিনীর প্রত্যাঘাতে পাকিস্তানি সেনার স্পেশাল সার্ভিস গ্রুপের (এসএসজি) ২ থেকে ৩জন কমান্ডার সহ অন্তত ১১ জনের মৃত্য হয়েছে। আহত হয়েছে ১৬ জন পাক সেনা।শুক্রবার সরকারি ভাবে জানানো হয়, বারমুল্লা জেলায় নাম্বালা সেক্টরে পাক সেনার এলোপাথারি গুলিতে ২জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। এর পাশপাশি হাজি পির সেক্টরে নিহত হয়েছেন এক বিএসএফ সাব-ইন্সপেক্টর। বিনা প্ররোচনায় দীপাবলীর খুশির মেজাজকে কান্নায় পরিণত করায় পাল্টা পাক সেনার বিরুদ্ধে অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। সেনা সূত্রে জানা গিয়েছে, এই হামলায় পাক সেনার একাধিক বাঙ্কার, অস্ত্রাগার, জ্বালানি ঘাঁটি ও লঞ্চ প্যাড ধংস হয়েছে। জম্মু-কাশ্মীরে গুলি বিনিময়ে শহীদ হয়েছে নদিয়ার এক সেনা জওয়ান। ওই সেনা জওয়ান তেহট্ট থানার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। তার নাম সুবোধ ঘোষ (২৪)। তিনি সম্প্রতি জম্মু-কাশ্মীরে পোস্টিং ছিলেন বলে জানা গিয়েছে।কাশ্মীরে পাকিস্তানি সেনার হামলার প্রতিক্রিয়া জানালেন রাহুল গান্ধি। তিনি ট্যুইটারে লেখেন,’ পাকিস্তান যখনই সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে, তখন তাদের ভয় আর দুর্বলতাই সামনে এসেছে। উত্সবের দিনেও নিজেদের পরিবার থেকে দূরে থাকা ভারতীয় সেনার জওয়ানরা দেশের সুরক্ষার জন্য লড়ছে। আর পাকিস্তানের নোংরা মতলবকে ধ্বংস করছে। সেনার সব জওয়ানকে আমার সেলাম।”
Tag: Pakistan Army’s death toll in Indian retaliatory firing has risen to 11 cat: desh
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল