নিজস্ব সংবাদদাতা : বিশ্বজুড়ে ক্রমশ বেড়েই চলেছে করোনার দাপট। এই পরিস্থিতিতে ভারতে তিনটি কোম্পানি কোভিড ভ্যাকসিন তৈরী করার দৌড়ে আবার আগে রয়েছে। তার হল সেরাম ইন্সটিটিউট, ভারত বায়োটেক ও জাইডাস ক্যাডিলা। এই তিন কোম্পানিতে ভ্যাকসিনের বর্তমান অবস্থা ঠিক কী সেই বিষয়েই খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এর জন্য ভারতের তিনটি শহরেও যেতে হবে তাঁকে। গুজরাটের উপমুখ্যমন্ত্রী নীতিন পটেল জানিয়েছেন, শনিবার প্রধানমন্ত্রীর গন্তব্য আহমেদাবাদে জাইডাস ক্যাডিলার কারখানা। সেখান থেকে যাবেন হায়দরাবাদের জিনোম ভ্যালিতে, ভারত বায়োটেকের গবেষণাগারে। সবশেষে যাবেন পুনার সেরাম ইনস্টিটিউটে। ভারতে দেশিয় প্রযুক্তিতে তৈরি কয়েকটি ভ্যাকসিনের ট্রায়াল যেমন চলছে তেমনই অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে করোনার ভ্যাকসিন ‘কোভিশিল্ড’ এদেশে উত্পাদন করবে পুণের বিখ্যাত সেরাম ইনস্টিটিউট। সব কিছু ঠিকঠাক চললে নতুন বছরের শুরুতেই এই ভ্যাকসিন বাজারে আসার সম্ভাবনার কথা জানিয়েছেন সেরামের কর্ণধার আদর পুণাওয়ালা। তবে ভ্যাকসিনটি ঠিক কোন সময়ে এদেশের বাজারে পাওয়া যাবে সেবিষয়ে এখনও স্পষ্ট উত্তর নেই কারও কাছে। এবার সেই উত্তর খুঁজতেই সেরাম ইন্সটিটিউটে নিজে যাবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা টিকা বানানোর কর্মকাণ্ড ঠিক কোন পর্যায়ে রয়েছে তা নিজে গিয়ে খতিয়ে দেখবেন মোদি। কথা বলবেন সেখানকার বিশেষজ্ঞদের সঙ্গে।সেরামের কর্ণধার আদর পুণাওয়ালার দাবি, তাঁদের তৈরি ভ্যাকসিনটির প্রথম ডোজ ৯০ শতাংশ কার্যকর। ওই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটি করোনাকে কাবু করতে ৬২ শতাংশ পর্যন্ত কার্যকর। সব মিলিয়ে অ্যাস্ট্রাজেনেকা ও সেরাম দুপক্ষেরই দাবি, তাঁদের তৈরি ‘কোভিশিল্ড’ করোনার মোকাবিলায় প্রায় ৭০ শতাংশ পর্যন্ত কার্যকর। চলতি সপ্তাহেই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে জানিয়েছিলেন, শীঘ্রই দেশে করোনার ভ্যাকসিন চলে আসবে। যে ভ্যাকসিন আসবে, তা সারা বিশ্বের মধ্যে সেরা ভ্যাকসিনই হবে। এই নিয়ে চিন্তার কিছু নেই। তারপরেই এদিন প্রধানমন্ত্রী দেশের তিন সংস্থায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি, প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বৈঠকে রাজ্যগুলিকে এই ভ্যাকসিনের পরিকাঠামো তৈরিতে জোর দেওয়ার কথা বলেছেন। কোল্ড স্টোরেজ তৈরি, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, ব্লকস্তর পর্যন্ত পরিকাঠামোআ তৈরি সবই রাজ্যগুলিকে এখনই করে নেওয়ার কথা বলেছেন তিনি।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল