নিজস্ব সংবাদদাতা : Google-এর মতো নামকরা ব্র্যান্ড এবার এনে দিচ্ছে অনলাইন উপার্জনের সুযোগ। সম্প্রতি গুগল ভারতে Task Mate নামে একটি নতুন অ্যাপ লঞ্চ করতে চলেছে যার মাধ্যমে ইউজাররা টাকা উপার্জন করতে পারবেন খুব সহজে। গুগল সূত্রের খবর, সারা বিশ্বের কোন বাণিজ্যগ্রুপ কোথায় কী কাজের সন্ধান দিচ্ছে, তার খোঁজ মিলবে ‘টাস্ক মেট’-এর মাধ্যমে। আর এই কাজগুলিই হল আদতে ‘টাস্ক’। আর শর্ত মেনে সেগুলি করতে পারলেই পকেট ভরবে নিয়মিত। টাস্ক মেট অ্যাপের টাস্কগুলি বেশ সহজ। মূলত এখানে দুই ধরনের টাস্ক থাকবে- “Sitting or Field” টাস্ক। সিটিং টাস্কগুলি বাড়িতে বসেই করা যাবে। এর মধ্যে রয়েছে ট্রান্সক্রাইবিং অর্থাত্ অডিও শুনে তাকে লিখিত রূপ দেওয়া, লিখিত বাক্যের মৌখিক রেকর্ড করা এবং ইংরাজি থেকে নিজের স্থানীয় ভাষায় অনুবাদ করা। অন্যদিকে, ফিল্ড টাস্কের মধ্যে থাকবে ম্যাপিং পরিষেবার উন্নতির জন্য কোনও জায়গার ছবি তোলা। গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তের বাণিজ্যিক সংস্থা থেকে এই টাস্কগুলি সংগ্রহ করা হবে। ইউজাররা স্বীকৃত টাস্কগুলির থেকে প্রাপ্ত অ্যামাউন্ট অ্যাপের মধ্যে দেখতে পাবেন। সেই সঙ্গে যে টাস্কগুলির এখনো রিভিউ হয়নি, সেগুলির অ্যামাউন্টও দেখা যাবে। তাছাড়া ইউজার মোট কতগুলি টাস্ক সম্পূর্ণ করেছেন, কতগুলি টাস্ক সঠিকভাবে সম্পূর্ণ করেন নি, নিজের লেভেল এবং সাফল্যের পরিমাণও দেখতে পাবেন।শুধু তাই নয়। কোনও টাস্ক করতে যদি বাইরে কোথাও যেতে হয়, তা হলে ওই অ্যাপই দেখিয়ে দেবে মোটামুটি কত সময় লাগতে পারে কাজটি করতে। কাজটির প্রকৃতি কী, তা করলে কত টাকা মিলবে, সে ধারণাও দেবে অ্যাপ। সূত্র বলছে, গুগল ম্যাপকে আরও সঠিক ও নির্ভুল করার জন্য অনেক ছবি তোলার কাজ দিতে পারে গুগল। তবে পেমেন্ট পাওয়ার জন্য কোনও এক থার্ড পার্টি প্রসেসরের মাধ্যমে গ্রাহকের অ্যাকাউন্ট লিঙ্ক করাতে হবে। সেই প্রসেসরের ই-ওয়ালেটের সঙ্গে যুক্ত করতে হবে টাস্ক মেট অ্যাপকে। তবেই উপার্জিত টাকা তোলা যাবে ইচ্ছে মতো।
New Hopes New Visions
More Stories
বলিউডে পা রাখছেন শাহরুখ কন্যা ও অমিতাভের নাতি
পণ্ডিত শিবকুমার শর্মা প্রয়াত ভেঙে গেল ‘শিব-হরি’ জুটি
প্রথম শো -তেই সুপারহিট নাটক ” সঙ্গিনী “