নিজস্ব সংবাদদাতা : অবশেষে ভারতে ঢুকে পড়লো করোনার নতুন স্ট্রেন। ইতিমধ্যেই করোনার এই নতুন স্ট্রেনে আক্রান্ত হয়েছেন ৬ জন। আক্রান্ত ছয়জনই ব্রিটেন ফেরত বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এমনটাই জানিয়েছে। ডিসেম্বর মাসে ব্রিটেনে নতুন এই করোনার স্ট্রেনের সন্ধান পাওয়ার পর তাকে ঠেকানোর জন্য ব্রিটেন সরকার একাংশে লকডাউন ঘোষণা করে। পাশাপাশি অন্যান্য দেশগুলি ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দেয় তা নিজেদের দেশে ছড়িয়ে না পড়ার জন্য। করোনার নতুন স্ট্রেন নিয়ে বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় প্রধান আগেই জানিয়েছেন করোনার এই নতুন স্ট্রেন ইউরোপের ৮টি দেশে ছড়িয়ে পড়েছে। পাশাপাশি ইউরোপ মহাদেশের বাইরে কয়েকটি দেশে এই ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছিল। ভারতের তরফ থেকেও ৩১ ডিসেম্বর পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ব্রিটেন থেকে আগতদের জন্য কঠোর স্বাস্থ্যবিধির কথা বলা হয়। কিন্তু এত প্রচেষ্টা সত্বেও ভারতে এই ভাইরাসের প্রবেশ আটকানো গেল না। এবার ভারতীয়দের আতঙ্ক বাড়িয়ে ৬ জনের শরীরে ধরা পড়লো এই করোনা স্ট্রেন। এঁদের মধ্যে ৩ জন রয়েছেন মেডিক্যাল স্কুল অব বেঙ্গালুরুতে। ২ জন রয়েছেন সিসিএমবি হায়দরাবাদে ও ১ জন এনআইভি পুণেতে।মনে করা হচ্ছে, এই করোনার ভ্যারিয়েন্টটির ক্ষমতা আগেরটির থেকে ৭০ শতাংশ বেশি ভযঙ্কর। যার ফলে এই নিয়ে আতঙ্ক আরও বাড়ছে।
Report by mitali Ghosh
Reported on – 29/12/2020
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
পণ্ডিত শিবকুমার শর্মা প্রয়াত ভেঙে গেল ‘শিব-হরি’ জুটি
মার্চের শুরুতেই জেনে নিন ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা