নিজস্ব সংবাদদাতা : চিন জানিয়েছে, করোনার কারণেই মাছের রপ্তানি আপাতত বন্ধ রাখা হচ্ছে। চিনের একটি ল্যাবরেটরির সূত্রে জানা যাচ্ছে, ভারত থেকে যে মাছ চিনে পাঠানো হয়, দু’বার সেই মাছের প্যাকিংয়ে করোনা ভাইরাস মিলেছে। তার পরেই মাছ আমদানি সাময়িক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহ এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানা গিয়েছে। তারপর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে চিন সরকার জানিয়েছে। ভারত থেকে প্রচুর মাছ আমদানি করে চিন। সে দেশের আবগারি দফতর সূত্রে খবর, ভারতের একটি সংস্থার পাঠানো সামুদ্রিক মাছের নমুনা সংগ্রহ করা হয়। তখনই বিষয়টি সামনে আসে। আপাতত এক সপ্তাহের জন্য ওই সংস্থা থেকে মাছ আমদানি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে চিন। শুধু ভারতই নয়, ইন্দোনেশিয়ার-ও একটি সংস্থার আমদানি করা মাছে করোনাভাইরাস মেলার অভিযোগ উঠেছে। এক সপ্তাহের জন্য ওই সংস্থার মাছও নেওয়া হবে না বলে এক বিবৃতি জারি করে জানিয়েছে চিন। তবে এই প্রথম নয়, এর আগেও অস্ট্রেলিয়া থেকে পাঠানো হিমায়িত চিংড়িমাছে মারণ ভাইরাস শনাক্ত হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়া থেকে মাছ আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল চিনের শুল্ক দফতর। সারা বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেলাগাম হতেই বিদেশ থেকে আমদানিকৃত পণ্যের উপরে বিশেষ নজরদারি শুরু করেছিল চিনের খাদ্য প্রশাসন। বিদেশি কোনও পণ্যই যাতে করোনা পরীক্ষা ছাড়া দেশে ঢুকতে না দেওয়া হয়, তার জন্য শুল্ক দফতরকে বিশেষ নির্দেশও দেওয়া হয়েছে।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল