নিজস্ব সংবাদদাতা : ভারতে মার্কিন বিদেশসচিব মাইক পম্পেও। তাঁকে সঙ্গ দিচ্ছেন মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক টি এস্পার। লাদাখে লালফৌজের আগ্রাসনের মুখে ভারতের পাশে আমেরিকার অবস্থান নিয়ে রীতিমতো উদ্বিগ্ন বেজিং ও পাকিস্তান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই নিয়ে ভারতে চারবার সফর করলেন কোনও মার্কিন বিদেশসচিব। একটি বিবৃতিতে মার্কিন বিদেশদপ্তর বলেছে, ‘আমাদের জাতীয় প্রতিরক্ষা নীতি মেনে, বিশ্বে নয়া শক্তি হিসেবে ভারতের উত্থানকে আমরা স্বাগত জানাই। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতের সঙ্গে সহযোগিতা বজায় রাখার উদ্দেশ্যে কাজ করবে আমেরিকা।’ ভারতে-আমেরিকা বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিইসিএ প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা। এটি স্বাক্ষরিত হলে, ভারতীয় ও মার্কিন ফৌজের মধ্যে তথ্য আদানপ্রদান আরও মজবুত হবে। ভারতের জন্য যেটা সবচেয়ে জরুরি তা হল, চুক্তিটি স্বাক্ষরিত হলে মার্কিন মিলিটারি স্যাটেলাইট থেকে লাইভ ছবি পাবে ভারতীয় সেনা। মাইক পম্পেও টুইট করে বলেন, ‘ভারতের পরে আমি শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ইন্দোনেশিয়াতে যাব। ভারতীয়-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির সঙ্গে নানা বিষয় নিয়ে মত বিনিময় হবে।’ ভারতে এসে পম্পেও এবং এসপার দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। অন্যান্য সরকারি কর্তা ও শিল্পপতির সঙ্গেও তাঁদের বৈঠক হবে।পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনের সঙ্গে ভারতের সীমা বিবাদের উত্তেজনার মধ্যেই আয়োজিত হতে চলেছে দুই দেশের এই বৈঠক। বর্তমান সময়ে দুই দেশের মধ্যেই এই বিষয়ে ব্যস্ততা তুঙ্গে। আগামী ৩ নভেম্বর আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচন। তার আগে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল