নিজস্ব সংবাদদাতা : বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হল। বাইপ্যাপ ভেন্টিলেশনে রাখা হয়েছে ৮৫ বছরের বর্ষীয়ান অভিনেতাকে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর হৃদস্পন্দন অনিয়মিত। এছাড়া তাঁর পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়ামের মাত্রাও ওঠানামা করছে। এখনও তাঁর ১০২ ডিগ্রির মতো জ্বর রয়েছে। তাঁর এমআরআই করা হয়েছে। এমআরআই রিপোর্টে জানা গেছে , সৌমিত্রবাবুর পুরানো ক্যান্সার ছড়িয়ে গেছে তাঁর ফুসফুস ও মস্তিষ্কে। এছাড়াও তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ক্রমশ কমছে। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা চিকিত্সকদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। সৌমিত্রবাবুর মূত্রথলিতেও সংক্রমণ রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ফোন করে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার খবরাখবর নিয়েছেন। বেলভিউয়ের ১০জন চিকিত্সক এবং কলকাতার অন্য সরকারি বেসরকারি হাসপাতালে আরও ৬ জন চিকিত্সক মিলিয়ে মোট ১৬ জনের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই দলে রয়েছে ২জন সরকারি চিকিত্সকও। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলমী এদিন জানান, ‘বাবা খুব ভাল আছে, এমন নয়। কিন্তু তাঁকে জীবনদায়ী ব্যবস্থায় রাখা হয়েছে বলে যে বিভ্রান্তিমূলক খবর মাঝেমধ্যেই ছড়াচ্ছে, তা-ও ঠিক নয়। বাবার মস্তিষ্কে করোনাজনিত সংক্রমণের কারণে তৈরি হওয়া স্নায়ু অস্থিরতাই এখন তাঁর শারীরিক পরিস্থিতি সংকটজনক করে তুলেছে। তবে এখনও তাঁর শরীরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ ভাল পর্যায়েই রয়েছে। সেগুলি স্বাভাবিক কাজকর্ম করছে।’হাসপাতাল সূত্রে খবর, দিনেরবেলা একটু ঘুমিয়েছেন অভিনেতা। কিন্তু টানা ঘুম হচ্ছে না তাঁর। অক্সিজেনের অভাব হচ্ছে মাঝেমধ্যেই। প্রয়োজনমতো অক্সিজেন দিতে হচ্ছে। আপাতত তাঁকে আর প্লাজমা দেওয়া হবে না।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন