নিজস্ব সংবাদদাতা : শনিবার হাসপাতাল থেকে কপিল দেবের একটি ছবি প্রকাশ্যে এলো । যেখানে হাসিখুশি মেজাজেই দেখা যায় তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ককে। কপিল দেবের ছবিটি প্রকাশ্যে আনেন তার প্রাক্তন সতীর্থ চেতন শর্মা। সপ্তমীতে মন খারাপ করা খবর এলেও, অষ্টমীতে সুস্থ কপিল দেবকে দেখে মন ভাল হয়ে গেল দেশবাসীর। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার দিল্লির এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক। কপিল দেবের হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়ে গোটা দেশ। কপিল দেবের আরোগ্য কামনা করে টুইটও করেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিরা।শুক্রবারই তার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। অ্যাঞ্জিওপ্লাস্টির রিপোর্টে জানা যায়, কপিল দেব বিপন্মুক্ত এবং স্থিতিশীল। সমস্ত উদ্বেগের মধ্যেই কপিল দেব যে সেরে উঠছেন, সেই ইঙ্গিত তিনি নিজেই দিলেন। নিজেই হাসপাতাল থেকে লিখে পাঠালেন বার্তা। তিনি তাঁর বার্তায় লিখেছেন, ‘হাই সকলকে, আমার মন খুব ভাল আছে, আর আমি সেরে উঠছি। দ্রুত সেরে ওঠার পথেই রয়েছি আমি। গলফ খেলায় ফেরার জন্য আর তর সইছে না আমার। আপনারা সবাই আমার পরিবারের অংশ।’ ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড়দের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছে কপিল দেব। কপিলের বর্তমান বয়স ৬১। দীর্ঘ ১৬ বছরের বর্ণময় কেরিয়ারে কপিল দেব খেলেছেন ১৩১ টি টেস্ট ও ২২৫টি একদিনের ম্যাচ। বিশ্বের সেরা অলরাউন্ডার রিচার্ড হ্যাডলি, ইয়ান বোথাম, ইমরান খানের সঙ্গে একই আসনে বসানো হয় তাঁকে।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল