নিজস্ব সংবাদদাতা : হাসপাতাল সূত্রে খবর, অ্যাঞ্জিওপ্লাস্টির পর রাতে ভাল ঘুম হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের । রাতে একবারই ঘুম ভেঙেছিল দাদার। তখন তাঁকে কিছু ওষুধ দেওয়া হয়। সেই ওষুধ খেয়ে ফের ঘুমিয়ে পড়েন তিনি। সকালে রক্তচাপ ও পালস রেট রিপোর্ট স্বাভাবিক। অক্সিজেনের মাত্রা ৯৯ ও ১০০ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। গতকাল রাতে ডাক্তার ও নার্সদের সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, আজ সকালে রুটিন ইসিজি করা হয়েছে। সেই রিপোর্ট সন্তোষজনক রয়েছে বলে জানিয়েছেন চিকিত্সকরা। রাতে ডোনা ও মেয়ে সানা দুজনেই হাসপাতালে ছিলেন। হাসাপাতালেই তাদের থাকার জন্য স্পেশাল ব্যবস্থা করা হয়েছে। রাতে সৌরভ চিকেন স্টু,টোস্ট আর ফল খেয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল। সারারাত একজন বিশেষজ্ঞ চিকিত্সক তাঁকে পর্যবেক্ষণে রেখেছিলেন। মানসিকভাবেও খুব চনমনে রয়েছেন মহারাজ। রবিবার ব্রেকফাস্টে দেওয়া হয়েছে টোস্ট-ছানা-কনফ্লেক্স। বাড়ি থেকে আনা চিনি ছাড়া চা খেয়েছেন তিনি। আজ সকালেই সুদূর শিলিগুড়ি থেকে সৌরভকে দেখতে এসেছেন অশোক ভট্টাচার্য। কেবিনে গিয়ে বেশ কিছুক্ষণ বিসিসিআই প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন অশোক। শিলিগুড়ির বিদায়ী মেয়রের ইঙ্গিত, রাজনীতিতে যাওয়ার জল্পনা তৈরি হওয়ায় সৌরভের উপর মানসিক চাপ তৈরি হচ্ছিল। সেটাই সমস্যার কারণ হতে পারে। তিনি বলেন,’ ওঁর উপর অহেতুক মানসিক চাপ না যেন না দেওয়া হয়। আমি প্রথম থেকেই ওঁকে বলেছি, আমি চাই না যে তুমি রাজনীতির সঙ্গে যুক্ত হও। রাজনীতি তোমাকে কিছু দিতে পারবে না। পরশু রাতেও যখন সৌরভের সঙ্গে কথা হল, তখনও বলেছিলাম। আজও মনে করিয়ে দিলাম।’
New Hopes New Visions
More Stories
অভিনব উদ্যোগ পৌরমাতা ইতু চক্রবর্তীর
দেবাশীষ কুমারকে পেয়ে অন্ধকারে আলোর দিশা পেলেন কাউন্সেলররা
বেহালার জাদুঘর হয়েছে আরও আকর্ষণীয়