নিজস্ব সংবাদদাতা : কথিত আছে ভাইফোঁটার দিনেই বোন যমুনার হাত থেকে ফোঁটা নিয়ে অমরত্ব লাভ করেছিলেন মৃত্যুর দেবতা যমরাজ। তখন থেকেই ভাইফোঁটার প্রচলনের শুরু। এদিনটি বোনেরা ফোঁটা দিয়ে তাদের ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে। আর তাই নেতা-মন্ত্রীদের দীর্ঘ আয়ু কামনা করতে তাদের বোন দিদিরা দিলেন ভাইফোঁটা। একেবারে এলাহী আয়োজনে ভাইফোঁটা নিলেন দমকলমন্ত্রী সুজিত বসু। এদিন সুজিত বসুর ভাইফোঁটার মেনুতে ছিল ভাত, পমফ্রেট মাছ, ইলিশ মাছ ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, তরকারি, পাবদা মাছ, ইলিশ মাছের ঝোল, গলদা চিংড়ি, মাংস, চাটনি। করোনা কাঁটায় ভুগছে শহর। যত সময় বাড়ছে ততই আতঙ্ক বাড়াচ্ছে অদৃশ্য ভাইরাস করোনা। করোনা আতঙ্কের মাঝেই এবার হাজির ভাইফোঁটার শুভক্ষণ। নিউ নরমালে রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বাড়িতেও হয়ে গেলো ভাইফোঁটার অনুষ্ঠান।ধুতি পাঞ্জাবি পরে ভাইফোঁটা অনুষ্ঠানে যোগ দিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। চলতি বছর করোনা আবহে দূরত্ব বজায় রেখেই চলে ফোঁটার অনুষ্ঠান।প্রতি বছরের ন্যায় এই বছরই বাঁশদ্রোণীতে ভাইয়ের বাড়িতে ফোঁটা দিতে যান তৃণমূল সাংসদ মালা রায় ।তিন ভাইয়ের জন্য নিজেই পছন্দ করে মিষ্টি কেনেন তৃণমূল সাংসদ । এমনকি মালা রায় উপহারও পেয়েছেন ভাইদের কাছ থেকে । তালিকা থেকে বাদ গেলেন না বিজেপি নেতা রাহুল সিনহাও। পরিবারের সদস্যদের সঙ্গে ভাইফোঁটার শুভলগ্নে মেতে ওঠেন রাহুল সিনহাও।রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে ভাইফোঁটা দেন মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। জয়প্রকাশ মজুমদার সহ একাধিক নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার মহিলা মোর্চার পক্ষ থেকে বসিরহাটের জেলা পার্টি অফিসে এক গণ ভাইফোঁটার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বসিরহাট মহিলা মোর্চার সভানেত্রী উমা মন্ডল সহ দলের অন্যান্য মহিলা কর্মী সমর্থকরা।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা, রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ছাড়াও এদিন দলের স্থানীয় নেতাকর্মীদের মহিলা মোর্চার পক্ষ থেকে ভাইফোঁটা দেওয়া হয়। পরে মিষ্টিমুখ করানো হয়।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন