ভুল করে স্যানিটাইজার গলায় ঢেলে ফেললেন বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের জয়েন্ট কমিশনার রমেশ পাওয়ার। বুধবার বিএমসির বাজেট অধিবেশন চলছিল। জলের বোতলের কাছেই রাখা ছিল স্যানিটাইজারের বোতল। পাওয়ার জলের বোতল নিতে গিয়ে ভুলবশত হাতে তুলে নেন স্যানিটাইজারের বোতল। তারপর না দেখেই সেটি ঢেলে দেন গলায়। তাঁর পিছনেই দাঁড়িয়েছিলেন একজন অ্যাটেনডেন্ট। কিন্তু তিনি কিছু বলার আগেই ঘটে যায় দুর্ঘটনা।
সংবাদ সংস্থাকে জয়েন্ট কমিশনার জানিয়েছেন, তিনি তাঁর বক্তব্য শুরু করার আগে জল খাওয়ার কথা ভাবেন। তখনই জলের বোতল ভেবে স্যানিটাইজার খেয়ে ফেলেন তিনি। পাওয়ার বলেন, “বোতল আর স্যানিটাইজার দুটো পাশাপাশি রাখা ছিল। তাই এমন ঘটনা ঘটে গেল। যখনই আমি ওটা খাই, সঙ্গে সঙ্গে ভুল বুঝতে পারি। আমি স্যানিটাইজার না গিলে তখনই মুখ থেকে বাইরে ফেলে দিই।”
Report by web desk
Reported on – 04/02/2021
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল