বিধানসভা ভোটের আগে রাজ্য-রাজনীতিতে দলবদলের চমক। গত কয়েক সপ্তাহে একের পর এক তৃণমূল নেতা যোগ দিয়েছেন প্দম-শিবিরে। দলবদলের রাজনীতিতে এবার গেরুয়া শিবিরকে পাল্টা ‘আঘাত’ তৃণমূলের। বুধবার তৃণমূল ভবনে এসে শাসকদলে যোগ দিলেন বিজেপি নেতা মুকুল রায়ের আত্মীয় সৃজন রায়।
একুশের মঞ্চ তৈরি। রাজ্যজুড়ে প্রচারে ঝড় তুলছে শাসক-বিরোধী সব-পক্ষ। গত নভেম্বর মাসে তৃণমূলের হাফ-ডজন বিধায়ককে সঙ্গে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর হাত ধরে এরপর গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন তাঁর ভাই সৌমেন্দু অধিকারী।
এরপর দিন কয়েক আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন একদা শাসকদলের ডাকসাইটে নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। বিজেপিতে যোগ দিয়েছেন প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তী। দিল্লিতে গিয়ে অমিত শাহের হাত ধরে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন তাঁরা।
Report by web desk
Reported on – 04/02/2021
More Stories
আগামীর রূপরেখার সূচনা করলো “বেহালা নাগরিক মঞ্চ”
সাংস্কৃতিক অনুষ্ঠান ,ক্রেতাদের ভীড় : জমজমাট বাঁকুড়া খাদি মেলা
বাঁকুড়ায় জমে উঠেছে খাদি মেলা