আর যাই হোক ভোটটা বিজেপিকে দিন। তৃণমূল বিরোধিতাকেই সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছেন শুভেন্দু অধিকারী। তাঁর নিশানায় মূলত মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে মঙ্গলবার দুর্গাপুরের সভায় তাঁর ভাষণ ছিল অন্যরকম। এখানে তিনি বাম ও কংগ্রেস সমর্থকদেরও দলে টানার চেষ্টা করলেন। বিরোধী দুই দলের কর্মী, সমর্থকদের প্রতি তাঁর আহ্বান, ”এবারের ভোটটা আপনারা বিজেপিকে দিন।” এ প্রসঙ্গে বামেদের প্রশংসাও শোনা গেল বিজেপি নেতার মুখে।বিধানসভা নির্বাচনের আগে জেলায় জেলায় ঘুরে গেরুয়া শিবিরকে চাঙ্গা করছেন জনপ্রিয় নেতা শুভেন্দু অধিকারী। এদিন তাঁর সভা ছিল শিল্পাঞ্চল দুর্গাপুরের বেনাচিতিতে। সভায় যোগ দিতে এসেছিলেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়, বর্ধমান পূর্বের সাংসদ, সদ্য বিজেপিতে যোগদানকারী সুনীল মণ্ডল, বর্ধমান-দুর্গাপুরের সাংসদ এসএস আলুওয়ালিয়া, বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার। এছাড়াও ছিলেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। শুভেন্দু দুর্গাপুরে পা রাখতেই তাঁকে ঘিরে ধরেন বিজেপি কর্মী, সমর্থকরা। সেখান থেকে বাবুল সুপ্রিয় নিজে তাঁকে বাইকে করে পৌঁছে দেন সভামঞ্চে। এদিন তাঁর বক্তব্যে যত না তৃণমূল বিরোধিতার সুর শোনা গেল, তার চেয়ে বেশি বাম-কংগ্রেসকে পাশে পাওয়ার চেষ্টা করলেন তিনি। শুভেন্দুর দাবি, দুর্গাপুর অঞ্চলে তৃণমূল এতদিন যে দৌরাত্ম্য দেখিয়েছে, ৩৪ বছরের বাম আমলেও তা দেখা যায়নি। এরপরই দু’দলের সমর্থকদের প্রতি তাঁর আহ্বান, ”এবারের ভোটটা আপনারা বিজেপিকে দিন। সেসব সরিয়ে কাস্তে-হাতুড়ি ও হাত পরস্পর কতটা সংঘবদ্ধ হয়, তা নিশ্চিতভাবেই দেখার। ঠিক এই পরিস্থিতিতেই বামেদের বরাবরের তৃণমূল বিরোধিতাকে কাজে লাগালেন শুভেন্দু। বিজেপির সমর্থনে বাম ভোট টানতে পারলে যে আখেরে লাভই হবে, তা উনিশের লোকসভার ফলাফল থেকে তিনি বেশ বুঝেছেন। একুশেও তার প্রতিফলন চাইছেন। এদিন শুভেন্দু অধিকারীর বক্তব্যকে এভাবেই দেখছে রাজনৈতিক মহলের একাংশ।
Report by web desk
Reported on – 13/01/2021
More Stories
আগামীর রূপরেখার সূচনা করলো “বেহালা নাগরিক মঞ্চ”
সাংস্কৃতিক অনুষ্ঠান ,ক্রেতাদের ভীড় : জমজমাট বাঁকুড়া খাদি মেলা
বাঁকুড়ায় জমে উঠেছে খাদি মেলা