নিজস্ব সংবাদদাতা : একুশের লড়াই জমজমাট। শহর থেকে জেলা, রাজনৈতিক দলগুলির প্রচার তুঙ্গে। একদিকে, উন্নয়নকে হাতিয়ার করে আবারও রাজ্যে ক্ষমতায় ফেরার ব্যাপারে আশাবাদী তৃণমূল। অন্যদিকে, তৃণমূলের বিরুদ্ধে একগুচ্ছ অনিয়মের অভিযোগ এনে প্রচারে ঝড় তুলছে বিজেপি। একের পর এক দুর্নীতির অভিযোগ এনে শাসকদলেক নাস্তানাবুদ করতে ময়দানে গেরুয়া শিবির। পিছিয়ে নেই বাম-কংগ্রেসও। নিজেদের মতো করে কর্মসূচি সাজিয়ে জনসংযোগ বাড়ানোর চেষ্টায় দুই দল। ইতিমধ্যেই ভোটের আগে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। ক্ষমতায় এলে বেকারদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ফর্ম বিলি করেছিল বিজেপি। পিছিয়ে নেই কংগ্রেসও। আসন্ন বিধানসভা ভোটে জিতে রাজ্যে ক্ষমতায় এলে গরিব পরিবার পিছু মাসে ৫ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলো কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছেন, বিধানসভা ভোটে জিতে বাংলায় ক্ষমতায় এলে ছত্তিশগড়ের মতো এরাজ্যেও গরিব পরিবারের হাতে নগদ টাকা তুলে দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করবে কংগ্রেস। তিনি বলেন, ”লকডাউনের জেরে বহু মানুষের ক্রয় ক্ষমতা কমেছে। অর্থের সংকটে তৈরি হয়েছে।” অধীরের আরও দাবি, ”কংগ্রেস শাসিত ছত্তিশগড়ে প্রতি মাসে গরিব পরিবারকে ৫৭৫০ টাকা করে নগদ দেওয়া হচ্ছে। বাংলাতেও এই প্রকল্প শুরু জরুরি”।আসন্ন বিধানসভা ভোটে রাজ্যে সমঝোতা করে লড়াই করবে বাম ও কংগ্রেস। এখনও পর্যন্ত দুই দলের আসন বণ্টন নিয়ে আলোচনা চূড়ান্ত হয়নি। ইতিমধ্যেই কংগ্রসের একাংশ বলতে শুরু করেছে, আগামী একুশের ভোটে অধীর চৌধুরীকেই জোটের মুখ করে লড়াইয়ে নামা উচিত। যদিও বামেদের এক্ষেত্রে চূড়ান্ত আপত্তি রয়েছে। তারা কোনো নির্দিষ্ট মুখকে সামনে রেখে লড়াই করতে নারাজ। এখন দেখার জনতা জনার্দন কার দিকে ঝোঁকে।
Report by রাহুল গুপ্ত
Reported on – 30/12/2020
More Stories
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল
দিনভর নজর নিজামে, সিবিআই দফতরে অনুব্রত