নিজস্ব সংবাদদাতা : ভোটের আগে ফের মাওবাদী পোস্টার পুরুলিয়া জেলার বান্দোয়ানে। সোমবার সকালে বান্দোয়ানের মধুপুরের কয়েকটি জায়গায় মাওবাদী পোস্টার দেখা যায়। পোস্টার লেখা হয়েছে হিন্দি ও বাংলা ভাষায়। পোস্টারগুলিতে কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির সমালোচনা করা হয়েছে। কৃষক বিলের জন্য কেন্দ্রীয় সরকারের নিন্দা করা হয়েছে। পোস্টারে লেখা হয়েছে, ‘কেন্দ্র সরকার দ্বারা নয়া কৃষিনীতির আড়ালে ভারতীয় কৃষি ব্যবস্থাকে বৃহৎ পুঁজিপতি এবং কর্পোরেট ঘরানার হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র ব্যর্থ করুন’। এছাড়াও স্কুল, পঞ্চায়েত ভবন, স্বাস্থ্য কেন্দ্র থেকে পুলিশ শিবির অপসারণের দাবি জানানো হয়েছে।পাশাপাশি রাজনৈতিক বন্দীদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে পোস্টারে। স্বাভাবিক ভাবেই এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে এই মোঃ পোস্টারকে কেন্দ্র করে ।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন