নিজস্ব সংবাদদাতা : ভোর পর্যন্ত অপেক্ষা করলেন না নন্দীগ্রাম আন্দোলনের নেতা। ৬ তারিখ ঘড়ির কাঁটায় রাত ১২ টা পার হতেই নন্দীগ্রামের ভাঙাবেড়ায় শহিদ বেদীতে শেখ সেলিম, ভরত মণ্ডলদের স্মরণ করলেন বিজেপি নেতা। ৭ জানুয়ারি ঘিরে শুভেন্দু-তৃণমূল তরজা তুঙ্গে। এদিন একদিকে যেমন নেতাই গণহত্যা দিবস, অন্যদিকে এদিনই আবার নন্দীগ্রামে শহিদ দিবসও। এবার এই দুই জায়গাতেই কর্মসূচি নিয়েছে তৃণমূল। পাল্টা কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীরও। তবে সকাল পর্যন্ত গড়াতে হল না রাতেই শহিদ স্মরণ করলেন প্রাক্তন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী । মেদিনীপুরের ‘ভূমিপুত্র’ সুর চড়িয়ে বললেন, ” আমি ছিলাম ,আছি, থাকবো। এখন সামনে নির্বাচন। তাই অনেকেই এখন আসবে। ভোটের জন্য আসবে বলা হয়েছিল, আমি নাকি শহিদ মিনারে ঢুকতেই পারবো না। আমাদের রক্ত চক্ষু দিয়ে রোখা যাবে না।”এখানেই শেষ নয়। শুভেন্দু জানালেন, তিনি রাজনৈতিক পরিচয় নিয়ে এখানে আসেননি। স্লোগান তুললেন, শেখ সেলিম অমর রহে।২০০৭ সালের ৭ জানুয়ারি। জমিরক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত ভরত মণ্ডল, শেখ সেলিম ও বিশ্বজিৎ মাইতির দেহ উদ্ধার হয় স্থানীয় সোনাচূড়ার ভাঙাবেড়া সেতুর কাছ থেকে। এই তিনজনকে জমি রক্ষা আন্দোলনের প্রথম ‘ শহিদ’-এর সম্মান দেন আন্দোলনকারীরা। তাঁদের স্মরণ করেই প্রতি বছর ভাঙাবেড়ায় শহিদ বেদীতে মাল্যদান করে তৃণমূল নেতৃত্ব।
Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 07/01/2021
More Stories
দেবাশীষ কুমারকে পেয়ে অন্ধকারে আলোর দিশা পেলেন কাউন্সেলররা
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল