মার্চ 24, 2023

Disha Shakti News

New Hopes New Visions

ভ্যাকসিনের দাম জানালেন সেরাম প্রধান

নিজস্ব সংবাদদাতা : শুধুমাত্র সরকারের জন্যই করোনা টিকার প্রতি ডোজ মাত্র ২০০ টাকা করা হয়েছে। খোলাবাজারে এর দাম পড়বে ১০০০ টাকা প্রতি ডোজ। জানিয়ে দিলেন সেরাম ইনস্টিটিউটের সিইও আদার পুনাওয়ালা। এনডিটিভিকে দেওয়া সাক্ষাত্কারে পুনাওয়ালা জানান, ‘সরকারের সঙ্গে আমরা কোনও রকম দরাদরি করিনি । দেশবাসীর সুরক্ষার জন্যই আমরা বিশেষ দামের প্রস্তাব দিয়েছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল স্বাস্থ্যকর্মী, বৃদ্ধ মানুষগুলোকে রক্ষা করা। এরপর যখন সরকারের থেকে অনুমতি মিলবে তখন খোলাবাজারে এই ভ্যাকসিন বিক্রি করব আমরা।’ পুনাওয়ালা আরও বলেন, আমরা দেশের সাধারণ মানুষ, দুর্বল, গরীব এবং স্বাস্থ্য কর্মীদের সাহায্য করতে চাই। আর সেই জন্য ভারত সরকারের অনুরোধে প্রথম ১ কোটি ডোজের জন্য ২০০ টাকা করে দাম ধরা হয়েছে। শেষ ৫.৬ কোটি ডোজের জন্য দাম আমরা ২০০ টাকার সামান্য কিছু বাড়িয়েছি। সেই টাকাটা আমাদের উত্পাদনের জন্য খরচের টাকার সমান। এরপর যখন খোলা বাজারে এই ভ্যাকসিন ছেড়ে দেওয়া হবে তখন এর দাম পড়বে ১০০০ টাকা প্রতি ডোজ। সৌদি আরব, ব্রাজিল, বাংলাদেশ ও আফ্রিকান দেশগুলির সাথে আমাদের চুক্তি রয়েছে।সৌদি আরব, ব্রাজিল, বাংলাদেশ ও আফ্রিকান দেশগুলির সাথে আমাদের চুক্তি রয়েছে।সৌদি আরব, ব্রাজিল, বাংলাদেশ ও আফ্রিকান দেশগুলির সঙ্গেও সেরামের চুক্তি হয়েছে।এই দেশগুলি ভারতের দিকে তাকিয়ে রয়েছে ভ্যাকসিনের আশায়। কারণ বিশাল উত্পাদনের সুযোগ রয়েছে ভারতের কাছে। আগামী ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হচ্ছে গণ টিকাকরণ। ইতিমধ্যেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড এবং ভারত বায়োটেক-আইসিএমআরের তৈরি কোভ্যাক্সিন টিকাকে অনুমোদন দিয়েছে ভারত।

Report by Web Desk
Reported on – 13/01/2021

Share this News
error: Content is protected !!