নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, মকর সংক্রান্তি কাটলেই ১৬ জানুয়ারি থেকে দেশে কোভিডের টিকাকরণ শুরু হয়ে যাবে। দেশের মোট ৩ কোটি ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মীকে প্রথমে বিনামূল্যে ভ্যাকসিন দেবে কেন্দ্রের সরকার। তার পর আরও ২৭ কোটি নাগরিকদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন , রাজ্যবাসীকে বিনামূল্যে কোভিড টিকা দিতে চায় রাজ্য সরকার।জেলার পুলিশ এবং স্বাস্থ্যকর্তাদের চিঠি লিখে এই মনোভাব ব্যক্ত করে মুখ্যমন্ত্রী , উল্লেখ করেছেন এটা তাঁর নৈতিক সিদ্ধান্ত। ইতিমধ্যেই দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমানের জেলাপুলিশ এবং স্বাস্থ্যকর্তারা মমতার লেখা চিঠি পেয়েছেন। বিভিন্ন থানা এবং স্বাস্থকেন্দ্র থেকে সেই চিঠি বিলিও শুরু হয়েছে। প্রথমে করোনা-যোদ্ধাদের টিকাকরণ পর্ব চলবে। তারপর সাধারণ মানুষ। চিঠির শুরুতে করোনা-যোদ্ধাদের অভিবাদন জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের সরকার রাজ্যের সমস্ত মানুষের কাছে সম্পূর্ণ বিনামূল্যে এই ভ্যাক্সিন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে।’ মমতার এই চিঠি ঘিরেই আলোচনা শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কর্তাদের কথায়, ভ্যাকসিন দেওয়া তথা টিকাকরণ নিয়ে বিভ্রান্তি ও অব্যবস্থার আশঙ্কায় স্থির হয়েছে, প্রথম সারির স্বাস্থ্যকর্মীর সংখ্যার নিরিখে কেন্দ্রই বিনামূল্যে রাজ্যগুলিকে সেই সংখ্যক ভ্যাকসিন পাঠাবে। অর্থাত্ রাজ্যের কাজ শুধু সেই টিকা স্বাস্থ্যকর্মীদের কাছে পৌঁছে দেওয়া এবং টিকাকরণে সাহায্য করা। টিকা বাবদ কিন্তু রাজ্যের কোনও খরচ নেই। প্রথম দফায় ৩ কোটি স্বাস্থ্য কর্মীদের টিকা বাবদ খরচ কেন্দ্রই বহণ করছে। তবে হ্যাঁ, পরিবহণ বাবদ সামান্য খরচ হতে পারে। দ্বিতীয় দফায় যে ২৭ কোটি নাগরিককে টিকা দেওয়া হবে, তার পুরো খরচই দেবে কেন্দ্র। এ ব্যাপারে এদিন মুখ্যমন্ত্রী ও তৃণমূলের সমালোচনা করেছেন, বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য। তিনি টুইট করে বলেছেন, ‘পিসির কোভিড ব্যবস্থাপনা ছিল ভয়ঙ্কর। চিকিত্সক, পুলিশ সবাই এ ব্যাপারে প্রতিবাদ করেছিলেন। আর এখন, কেন্দ্রীয় সরকার যখন দেশের ৩ কোটি ফ্রন্টলাইন ওয়ার্কারকে বিনামূল্যে কোভিড ভ্যাকসিন দেওয়ার কথা বলছে, তখন পিসি ক্রেডিট নিতে ঝাঁপিয়ে পড়েছেন।’
Report by Web Desk
Reported on – 11/01/2021
New Hopes New Visions
More Stories
এবার শুভেন্দুর হাতিয়ার ‘জানুয়ারি’ তত্ত্ব
শক্তি দেবীর আরাধনায় পোর্ট ট্রাস্টে চাঁদের হাট
রাজ্য জুড়ে পালিত TMCP এর প্রতিষ্ঠা দিবস , কাল নেত্রীর বার্তার অপেক্ষায় ছাত্রযুবরা