নিজস্ব সংবাদদাতা : ভারত বায়োটেকের করোনা ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নিয়েছিলেন তিনি । তারপর থেকে সুস্থও ছিলেন। কিন্তু, শনিবার আচমকা নিজেই টুইট করে করোনা আক্রান্ত হওয়ার খবর দিলেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। ৬৭ বছরের মধুমেহের রোগী অনিল ভিজ ছিলেন হরিয়ানার প্রথম ব্যক্তি যিনি একজন স্বেচ্ছাসেবক হিসেবে এই ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নিয়েছিলেন। গত ২০ নভেম্বর বেনজির পদক্ষেপ করে নিজের শরীরে কোভ্যাক্সিন প্রয়োগ করেন অনিল ভিজ। ভারত বায়োটেকের করোনা ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নিয়ে দুঘণ্টা পর দিব্যি নিজের দপ্তরে বসে কাজও করেন ভিজ। ভ্যাকসিন প্রয়োগ করার পর সংবাদমাধ্যমকে জানান, ভারতীয়দের জন্য এটা গর্বের বিষয় যে ভারত বায়োটেকের মতো স্বদেশীয় সংস্থা এগিয়ে এসেছে করোনার ভ্যাকসিন তৈরির জন্য। যাতে মানুষের আতঙ্ক দূর হয় তাই আমি নিজের স্বেচ্ছাসেবক হিসাবে ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নিয়েছি। ভ্যাকসিন তৈরিকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।গত আগস্টে রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর কোভিডে আক্রান্ত হয়েছিলেন। কিছু দিনের মধ্যে আক্রান্ত হন রাজ্য বিধানসভার স্পিকারও। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে আক্রান্তের সংখ্যা আড়াই লক্ষের কিছু কম। মৃত্যু হয়েছে ২,৫৩৯ জনের।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল