নিজস্ব সংবাদদাতা : হিমালয়ের আশেপাশের এলাকায় বড় মাপের ভূমিকম্পের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা হতে পারে ৮।সাম্প্রতিক এক গবেষণা থেকে এই তথ্য পেয়েছেন গবেষকরা। ঠিক কবে এই ভূমিকম্প হবে, তা তাঁরা না জানালেও তাঁদের দাবি, এই প্রজন্মের জীবদ্দশাতেই এই ভূমিকম্প হতে পারে।গবেষকরা জানাচ্ছেন, এই ধরনের ভয়াবহ ভূমিকম্প হলে পাকিস্তানের পাশাপাশি ভারতের চণ্ডীগড়, দেরাদুন, এবং নেপালের কাঠমান্ডুর মতো বড় শহরগুলি এর দ্বারা সরাসরি প্রভাবিত হবে। জার্নাল অফ সিসমোলজিকাল রিসার্চ লেটারসে এই গবেষণা প্রকাশিত হয়েছে। এই সমীক্ষায় শিলা পৃষ্ঠ এবং মাটি পরীক্ষা করে ও রেডিও কার্বন বিশ্লেষণের পরে গবেষকরা জানিয়েছেন ভয়াবহ ভূমিকম্প হতে পারে। গবেষক স্টিভেন জি ভোসনোস্কি এই গবেষণার ব্যাপারে বলতে গিয়ে জানিয়েছেন, হিমাচল অঞ্চলটি পূর্বে ভারতে এবং পশ্চিমে পাকিস্তানে ছড়িয়ে রয়েছে, সুতরাং তার প্রভাব এই এলাকাগুলোয় দেখা যাবে। এমনকি অতীতেও এই অঞ্চলটি অনেক বড় ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল। শুধু তাই নয়, রয়েছে আরও একটি উদ্বেগের বিষয়। নেচার ক্লাইমেট চেঞ্জ-এর রিপোর্ট অনুসারে, এশিয়া ও আফ্রিকা মহাদেশের ধূলোর জেরে দ্রুত গলে যাচ্ছে হিমালয়ের বরফ। হিমালয় পর্বতমালার উপর দিয়ে উড়ে আসা ধূলিকণা তুষার গলানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। এর কারণ, ধূলিকণা সূর্যের আলো শোষণ করে আশেপাশের এলাকা উত্তপ্ত করে তোলে। ফলে ওই এলাকার তাপমাত্রা বেড়ে গিয়ে গলতে শুরু করতে পারে বরফ।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল